আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি

আমি আমার মাঝে একলা হতে চাই ।

তবে এই নাও প্রিয়তমা , বুকের মাঝে যা আছে জমা। এক রত্তি কবিতার ছলে , ব্যথা জাগিয়ে পলে পলে , দিব তোমায় কষ্ট আছে যত। হয়ত তুমি হবে ক্ষত। বাজিবে তোমার বুকে বেসুরো বীন। ওগো অমলিন, কী চাও তুমি আমার কাছে ? কষ্ট পেয়ে হারাও পাছে , তাই থাকি মুখ বুজে । মৃদু হেসে তুমি নাও খুঁজে , আমার থেকে আমাকে । একদিন যাকে হারায়েছ বাঁকে । যদি নাই হবে তবে কেন এমন হবে ? কেন মোরে ফেরালে না অসীম ক্ষমায় ? কেন বললে ,"কবিতা লেখ আমায় ?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।