আমাদের কথা খুঁজে নিন

   

স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা

আজ জেনে গেছি আমি স্ফুলিঙ্গ থেকেই অগ্নিশিখার জন্ম হয় । । আজ আমি শুধু তোমার মেয়ে নই মা, একাত্তরের উত্তরসূরী আমি, মেহনতি সাধারণ মানুষ আমি, আমি চার বছরের খুকী আমি ষাটোর্ধ বৃদ্ধা প্রজন্ম চত্বরে আমি লাকি আক্তার আমার দৃপ্তকন্ঠ আর মুষ্ঠিবদ্ধ হাত গুঁড়িয়ে দিতে চায় গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা আর কামারুজ্জামানদের । আমি আর মেয়ে হয়ে থাকতে পারি না মা । আমি আজ ১৩'এর মুক্তিযোদ্ধা ।

আমি সোনাবীজ-- চার দশকের ধূলিধূসরতায়, লাঞ্ছনায়, মিথ্যায় আর বঞ্চনায় আমি আজ শুধু মেয়ে হয়ে থাকতে পারি না । আমায় শুধু বলো ক'টা হত্যাকাণ্ড ঘটালে একজন অপরাধীর ফাঁসি হবে? কতটা রক্ত নিলে একজন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী হবে? আমার দাবী একটাই সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই সব রাজাকারদের ফাঁসি চাই । আমি জেগে গেছি মা আমরা জেগে গেছি সারা বিশ্ব আজ শাহবাগ , সোনাবীজ আজ মহীরুহ; ছোট স্ফুলিঙ্গ আজ দাবানল; আমার লাখো শহীদ ভাই আর বীরাঙ্গনা বোনদের কসম আমি জেগে থাকব অনুক্ষণ যতদিন প্রয়োজন ততদিন তোমার শ্যামল প্রান্তরে বেঈমানদের কোন জায়গা নেই আর। আমি বাংলার সন্তান মা আমি হারবো না । ।

(ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।