আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মানুষ-স্ফুলিঙ্গ, যদি জ্বলে উঠি সব ছারখার করে দেবো

আমরা মানুষ - সাধারণ মানুষ। আমাদের জানার অধিকার নেই বলার অধিকার নেই। আমরা যাদের পূজা করি- শুধু তাদের গানই গাইবো। তারা আমাদের দেবতা- পথপ্রদর্শক। তারা যে কাজই করে থাকেন- সব হালাল।

তারা যদি মানবতার গান গেয়ে, আড়ালে মানবতাকেই পদদলিত করেন- তবুও আমাদের বলতে হবে "জ্বী হুজুর"। তারা যদি মুক্তির গান গেয়ে - আড়ালে তারাই আবার শোষন করেন, তখনও বলতে হবে- " জয় হোক"। কারণ তারা মনে করেন তারাই সব- আমরা সাধারণ মানুষ। ভুল , ভুল- এটা ভুল ধারণা আপনাদের। আমরা সাধারণ মানুষ বটে, কিন্তু স্ফুলিঙ্গ! জ্বলে উঠলে মুহূর্তেই ছারখার করে দেব সব! সেইদিন কী আর আছে?- দিন বদলাইছেনা! আমিও আজ বলছি।

আমরা এখন অনেক সচেতন! আজ আপনাকে দেবতা মানলেও- যদি আদর্শ বিরোধী কাজ করেন, তবে একদিন আমরাই- আপনার চামড়াদিয়ে ডুগডুগি বাজাবো। তা যদি না পারি- একদলা তুতু আপনাকে উপহার দেব। আমি আবার বলছি:- আমরা সাধারণ হতে পারি- তবে স্ফুলিঙ্গ!! এখানে ক্লিক করে দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.