আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়িয়ে যাও

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! আমার স্বপ্ন, আমার স্বাধীনতা, ভালোবাসা আমার তোমাকে যারা ক্রুরতা ও অন্ধকারের তীব্র রাইফেলে ক্ষত-বিক্ষত করে মানচিত্রে তোমার ছুটিয়েছে রক্তফোয়ারা । রোপণ করেছে হিংসার নির্দয় বধ্যভূমি যন্ত্রণার তীব্র কার্তুজে ডানে-বামে-উত্তরে-দক্ষিণে পঞ্চান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম ব্যাপে- অশনাক্ত সেইসব লাশের ছিন্নভিন্ন দেহ, হাত বাঁধা, চোখ বাঁধা চিত্রনাট্য কিংবা নেড়ি কুত্তার পৈশাচিকতায় কান্নার অসহায় কোরাস, স্বদেশের দগ্ধ কৃষ্ণচূড়া বাংলাদেশ ভোলেনি ভোলেনি স্বাধীনতা চাইতে এসে ফেরা হয়নি যাদের স্বদেশের আপন মানচিত্রে । ওইসব রক্তঋণ থেকে থরে থরে দাঁড়িয়ে গেছে আগামীর সহস্র সহস্র সূর্যসন্তান প্রজন্মের মোহনায় দাঁড়িয়ে গেছে স্বাধীনতার কথা বলতে স্বাধীনতার পক্ষে... বাঙ্গালী হলে, বাংলাদেশী হলে, বাংলার সুহৃদ হলে, মুক্তির সপক্ষের হলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও গৌরবময় মৃত্যু, স্বপ্নময় নতুন বাংলাদেশের পক্ষে ! ৯ ফেব্রুয়ারি ২০১৩ মধ্যরাত্রি, উত্তরা ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.