আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিশীথ রাতের বাদলধারা



আজকের দিনটার কথা কি তোমার মনে পড়ে প্রতিফলন? আচ্ছা, আজকে একবারও কি তোমার মনে পড়েছিলো গত বছরের ঠিক এইদিনটায় দু'দুটো কান্ড ঘটিয়ে আমি তোমার মনটা একিসাথে ভালোলাগা ও কষ্টে ভরিয়ে দিয়েছিলাম। আসলে কেনো দুটো ঘটনাকে কষ্ট ও ভালো লাগার বলছি জানো?? আমি নিজেই একটা কান্ড ঘটিয়ে খুব খুব মজা পাচ্ছিলাম আর আরেকটায় খুব ভীষন রকম কষ্ট পাচ্ছিলাম। এই একটা বছর জুড়ে সেই দুটো ঘটনা বার বার আমার স্মৃতির মনিকোঠায় উঁকি দিয়ে গেছে। তুমি নিশ্চয় এত ক্ষণে বুঝে গেছো ঘটনা দুটো কি কি । হুম, সেদিন দুপুরে , তখন বেলা বারোটার মত হবে আমি বৈশাখী শাড়ীর সাথে কি কি যেন ম্যাচিং কিছু কিনতে সপিং এ বের হয়েছিলাম।

একদম একা ছিলাম সেদিন। কেনো যেনো সবাই এত ব্যাস্ত ছিলো কেউ যায়নি আমার সাথে। হঠাৎ ট্রেন্ডজ এ একটা নীল রং কারুকাজ করা ফতুয়া দেখে সাথে সাথেই আমার তোমার কথাই মনে হলো । ভাবলাম এটা যদি তোমাকে দিতে পারতাম । যেই ভাবা সেই কাজ।

আমি কিনে ফেললাম ফতুয়াটা। রেখে আসলাম দোকানীর কাছে। বললাম, প্রতিফলন নামে কেউ আসলে তাকে যেন দিয়ে দেয়। ফিরবার পথেই তোমাকে মেসেজ পাঠালাম, এখুনি যাও ঐ দোকানটায়। আমার তর সইছিলোনা ।

উৎকন্ঠা, উদ্বেগে......... হাহাহাহাহা মনে হলেই হাসি পায় সেদিনটার কথা। এমন কত যে পাগলামী করেছিলাম আমরা! আচ্ছা মনে আছে, একদিন যে আমরা ঠিক করলাম, রোজ রোজ একটা করে নতুন পাগলামী আবিস্কার করবো আমরা । যেদিন নতুন কিছু আবিস্কৃত হবেনা, সেটা হবে আমাদের ব্যর্থতার দিন । সেদিনের আবিস্কার করা পাগলামীটা ছিলো, টেলিফোনে টোকা দিয়ে দিয়ে পাগলামী করাটা, এক টোকা দিয়ে ইয়েস আর দুই টোকায় নো বোঝানো। তুমি কথা বলছিলে কিন্তু আমি বলছিলাম না তাই তুমি আবিস্কার করলে এই পাগলামীটা।

কিযে হাসি পাচ্ছিলো আমার কথা বন্ধ রাখতে। যাক সেদিনের কথায় ফিরে আসি। সেদিন সারাটাদিন আমার খুব ভালোলাগার মধ্যে দিয়েই কেঁটেছিলো তবে রাতে যখন তোমার সাথে কথা হয় আর এক পর্যায়ে , হঠাৎ ফিল করি অনেক কষ্ট পেতে হবে তোমার আমাকে ভালোবেসে। সাথে সাথেই অনেক আজেবাজে ব্যবহার করি তোমার সাথে সেদিন রাতে। তুমি কি ভীষন কষ্ট পেয়েছিলে , খুব অবাকও হয়েছিলে! তুমি সারারাত ঘুমোওনি সেদিন!! জানো যতবার এই কথাটা মনে পড়েছে, যেখানেই মনে পড়েছে আমার অশ্রুধারা বাঁধ মানেনি আমার চোখের পাতায়।

প্রতিফলন, আজ রাতে আবারও সেই রাতটাই আসবে। হয়ত এই জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা, একটা মুহুর্তের জন্য হলেও মনে পড়বে সেই কথাটা। কষ্টটা মানুষ বেশী মনে রাখে। ভালোলাগা ভালোবাসাটাই ভুলে যায় খুব তাড়াতাড়ি। আর আমাদের সবটাতেই তো অসম্ভব রকম বাড়াবাড়ি ছিলো তাইনা?? এত কষ্ট এত ভালোবাসা, এত ব্যথা , বেদনা, ভালোলাগা কি এত স হ জে ভোলা যায়???তুমিই বলো! আমার ভয়টা কোথায় জানো? শুধু ভালোবাসলে খুব সহজেই ভুলে যেতে পারতে আমাকে তুমি।

কিন্তু যত কষ্ট দিলাম তোমাকে আমি । তোমার বুকটার ভেতরে একদম কেটে কেটে বসে গেছে সেসব দাগ। খুব স হজে তুলে ফেলতে পারবে না তুমি হয়তো সেসব। নতুন বছর তোমার জীবনে বয়ে আনুক হাজারো শুভবারোতা। দূর হয়ে যাক সকল ব্যার্থতা ।

সফলতায় ভরে উঠুক তোমার জীবন। আমার নিশীথরাতের বাদলধারা, শুধু চুপি চুপি লুকিয়ে থেকো আমার হৃদয়ে তুমি। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিওগো , নিওগো.... আমার ঘুম নিওগো হরণ করে... একলা ঘরে চুপে চুপে, এসো কেবল সূরের রুপে, দিওগো দিওগো আমার চোখের জলের দিও সাড়া!! এই পৃথিবীর কেউ না জানুক। শুধু আমি ঠিক ঠিক জেনে যাবো.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।