আমাদের কথা খুঁজে নিন

   

নিশীথ রাতের ব্লগার এবং কিছু কথা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

(ফাউল ধরনের পোস্ট। আগ্রহী না হলে পড়ার দরকার নাই। মাইনাস রেটির্ং দিলেও রাগ করমু না। ) আমি আগে কখনোই এতো রাতে ব্লগ দেখিনি। আর এতো রাতে ব্লগে পোস্ট করার প্রশ্নই আসে না।

তবে আজ হঠাৎ করেই এতো রাতে লেখার সুযোগ পেলাম। ভালোই লাগলো পরিসংখ্যানটা দেখে- অনলাইনে আছেন ৩৫ জন ব্লগার ও ৭১ জন ভিজিটর এতো রাতেও এতো ব্লগার লগ ইন থাকে আমার ধারণা ছিল না। ব্লগার লিস্টের বেশির ভাগই প্রবাসে থাকেন। কেউ কেউ অবশ্য বাংলাদেশে থাকেন। রাতের বেলা ব্লগিং করার মজাই আলাদা তাই না।

বাংলাদেশে এখন সময় ২টা ৫৫। তার মানে মোটামোটি অনেক রাত। ব্লগের কে কোথা থেকে ব্লগিং করছেন এবং ঐখানকার সময় জানালে খুশি হবো। আমি নিজে অবশ্য অনলাইনে থাকা ব্লগার লিস্টের অনেকের অবস্থান জানি। তারপরও...........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।