আমাদের কথা খুঁজে নিন

   

নিশীথ প্রতিম


হে লীলার লয়,
এমনি হে তব লীলা-
আনন্দরে তুমি মুছাইয়া প্রেমে,
কত শত জনে
কি অভিমানে
কি নিরস গান দিলে হে প্রাণে,
বিরস শোকে করিতে দিলে খেলা।

যে ফুল ফুটিল ক্ষণিকাভায়
মুদায়িলে তারে স্মরণসভায়,
জাগায়িয়ে তুমি ঝিমায়ে ফেলিলে ক্ষণে।
নিভিয় আসিল দ্বীপ তব গানে
আজ এ নিঠুর বেলা।
করিতে চাহেনা খেলা;
গুনিতে চাহেনা আর গান
ভূলে যাওয়া সেই তানে।
কি নিরস গান দিলে হে প্রাণে,
বিরস শোকে করিতে দিলে খেলা।



আকাশের তাঁর যত, তারা সব-
নিরব রোষে কাঁদিতেছে নব।
মাটির পথে একা মুসাফির
নিভৃতে পথ করিয়াছে ধীর-
ভক্তি প্রণাম প্রেমে।
আজ এ নিঠুর মানে
বুঝিতে চাহিনা আর।
না জানিতাম তব দয়ার সাগরে ডুব দিলে
সোনাহীণ হবে হার! ;
এ সহসীকার দূর্গমবাণী
মুছিয়া দিবে আপনি আনি
নতুন প্রভাত কর ।
তাইতো আজো শান্ত সমীরে
তৃভূবণধারে নিঠুর অন্ধকার
ঘিরিয়াছে চারিধার।


হে লয় এ তোমার অধিকার!।
যুগে যুগে তুমি
কেন না জানি
গুনিরে করিলে হেলা
সকাল সন্ধা বেলা!
তবু যে আঁধারে
একেলা বাহিরে
দাড়ায়ে মেতেছি গানে।
কি নিরস গান দিলে হে প্রাণে,
বিরস শোকে করিতে দিলে খেলা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।