আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ কওমী মাদ্রাসা জঙ্গীবাদের প্রজনন কেন্দ্র- আইন মন্ত্রী

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

মাননীয় আইন মন্ত্রী বলেছেন "কওমী মাদ্রাসা জঙ্গীবাদের প্রজনন কেন্দ্র"। তিনি ইচ্ছাকৃতভাবেই হোক আর ভুল করেই হোক ঢালাও ভাবে কওমী মাদ্রাসাকে টার্গেট করেছেন। যা ওনার মত বিজ্ঞ লোক ঠিক করেন নি। কওমী মাদ্রাসায় পড়ে অনাথ ও অসহায় শিশুরা। তাদের ভরন পোষণ চলে এলাকার সহৃদয়বান ব্যক্তিবর্গের দানের টাকা, কোরবানীর পশুর চামড়া বিক্রির টাকা এবং সাধারন জনগনের দানের টাকায়।

তারা পায়না কোন সরকারী অনুদান। এই কোমলমতি শিশুরা তিনবেলা ঠিকমত খাবার খেতে পায়না। তাদের নেই কোন খেলার জায়গা কিংবা খেলার সরঞ্জাম। তাদের মানবেতর জীবনযাপন সম্মন্ধে না জেনে মাননীয় মন্ত্রী মহোদয় ঢালাওভাবে বলে দিলেন "জঙ্গীবাদের প্রজনন কেন্দ্র"। আমি অস্বীকার করিনা গুটিকয়েক মাদ্রাসা হয়তো আছে যারা জঙ্গী তৎপরতার সাথে জড়িত।

কিন্তু যদি সেরকম তথ্য মন্ত্রী মহোদয়ের কাছে থাকে তবে আশা করব তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। তা নাকরে তিনি এমন ঢালাও মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে এ ধরনের মন্তব্য একটি নির্দিষ্ট জনগোষ্টির বিরুদ্ধে আঙ্গুলী প্রদর্শন করে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আরও দায়ীত্ববান আচরণ আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।