আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালের বারান্দায়

শঙ্খপাপ আমার

ওখানে যারা ছিল ছাদের বারান্দায়, নীলমাছি ভ্রু-অংশ-জ্বলা কার্নিসসমূহ ঘাঁপটি মারা বিষণ্ণ চৈতালীকইতর; একঝাঁক বাউন্ডুলে রিকশা ও অহরহ শীতাচ্ছন্ন হাসপাতালপ্রিয়ঘুমসকল; এবারের রোদে এরা ঝরেছে নির্ঝর। বয়সকালীন শাখাতন্তুভাঁজ বা বন্ধুবর লালপ্রিয় স্নেহশালা এখনো নিদ্রায়- উপগত হয় নি; সব দেখে নিঃসন্দেহ বলা চলে এখনো কামার্ত পৃথিবীর শরীর আর আর্দ্র মণিহার চক্ষুঅক্ষদ্বয়। হাঁড়চূর্ণে পূর্বপুরুষ ঘুমায়, অক্ষরাক্ষর জেলে-নদ ভাসে হাসপাতালের বারান্দায় মহাকাল চ্যাপ্টা হয়ে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.