আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চ উপন্যাস বইয়ের জন্য লেখা দিন

আই লাভ মাইসেল্ফ

পঞ্চ উপন্যাস বইয়ের জন্য লেখা দিন তরুণ লেখকদের আগ্রহে পালকি প্রকাশনের উদ্যোগে এবার প্রকাশ হতে যাচ্ছে লেখকদের নিজ খরচে যুগ্নভাবে ৫ তরুণের পঞ্চ উপন্যাস। প্রাথমিকভাবে এই গ্রন্থের লেখক হওয়ার শর্তগুলো নিম্নরূপ : ১। লেখার দৈর্ঘ্য ২০-৩০ পৃষ্ঠা। আলোচনা সাপেক্ষে এই দৈর্ঘ্য কম বেশি হতে পারে, যা এ ফোর সাইজ কাগজে ১০-১৫ পৃষ্ঠা ২। লেখা মেইল করে পাঠাতে হবে।

সুটন্নিএমজে ফন্ট, ফন্ট সাইজ হতে হবে ১২ ৩। অমনোনীত লেখা কোনো ক্রমেই ফেরত পাঠানো সম্ভব নয় ৪। বইয়ের সংখ্যা হবে পাঁচশো। ১০ ফর্মা বা ১৬০ পৃষ্ঠার বোর্ড বাইন্ডিং পাঁচশো কপি বই ছাপতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে। লেখকগণকে আনুপাতিক হারে ব্যয়ভার বহন করতে হবে ৫।

প্রকাশিত বইয়ের ৩০ ভাগ বিভিন্ন পাঠাগারে প্রদান, পত্রিকায় বিতরণ ও বিশিষ্ট ব্যক্তিদের সৌজন্য হিসেবে হবে। ২০ ভাগ বই পালকি প্রকাশনের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। ১০ ভাগ বই অর্থাভাবে ক্রয় করতে পারছেন না এমন পাঠককে সৌজন্য দেয়া হবে। অবশিষ্ট বই আনুপাতিক হারে লেখকগণের মধ্যে বিতরণ করা হবে ৬। ১৫ মার্চ ২০০৯-এর মধ্যে লেখা জমা দিতে হবে।

এই সময় বর্ধিত হবে না ৭। বই প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ এপ্রিল ২০০৯ ৭। প্রকাশযোগ্য লেখার অভাবে এই প্রকল্প বাদ দেয়া হতে পারে, ১৪ এপ্রিল ২০০৯-এর পরে বই প্রকাশ হতে পারে কিংবা লেখক সংখ্যা কম হতে পারে। এতে করে সংগত কারণে বইয়ের ফর্মা সংখ্যাও কমে যেতে পারে ৮। লেখা মনোনীত হলে সম্ভাব্য খরচের পরিমাণ জানিয়ে দেয়া হবে, যা বই প্রকাশের আগে ছাপাখরচ হিসেবে জমা দিতে হবে লেখা দিন_



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।