আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চ ইন্দ্রিয়



দৃষ্টি ........তার আগ পর্যন্ত- মৃতবৎ সব অস্তিত্ব্; আলোর খেলায় সাড়া জেগে উঠে- তাড়না পাঠায় কোষেরা। চেনা স্মৃতির কুঠুরী থেকে - প্রস্ফুটিত অনুভুতিগুলো তোমাকে চিনে নেয়। পূর্ণ চোখে তাকিয়ে বলি- ভালোবাসি তোমায়। শ্রুতি বাতাসের ফিস ফিস কানাকানি, 'এসেছে এসেছে' ......বলে কেউ জানিয়ে গেলো বুঝি?! কোলাহলের নিস্তব্ধতা থেকে- চেনা ধ্বনিগুলি সুর হয়ে বেজে উঠে। কার মমতার আর্দ্রতা বোধের ভেতরে গেঁথে যায়; ভেসে আসা দুর বারতা - 'ভালোবাসি' ।

ঘ্রাণ শিউলি ভোরে বাতাসে তখনো স্বপ্নের সুবাস। বিছানার উম থেকে সদ্য পরবাসী হয়েছে লাজুক ভাবনারা। ভিজে চুলের - কালোয় আঁধার ও লজ্জা পেলো বুঝি। অদেখা কাছের দুরত্ব থেকে তোমার সৌরভ - ভালোবাসার গল্প শুনিয়ে গেলো। স্বাদ 'ভিজে ভিজে' তবু জল নেই; 'নোনা নোনা' তবু কান্না নয়; 'টক টক' তবু শিরশিরে নয়; আবেগের কোমলতা মাখানো ছোঁয়া , এড্রেনালিনের প্রবাহ ধমনী জুড়ে! কে যেন বলে গিয়েছিল- 'ভালবাসা- যেখানে দুজনেই স্বাদটুকু নেয়!' স্পর্শ যেন, উষ্ণ লাভার স্রোত; এক লহমায় নেমে এলো অনুভুতির শিখর থেকে! বিদ্যুতস্পৃষ্ঠের তীব্রতায় বিবশ, হাতদুটি তবু আঁকড়ে ধরে থাকে একে অপরকে! ভালবাসার ছোঁয়ার চিরন্তনতায় লাজনত হয়ে থমকে দাড়ায় সময়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।