আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব এক)

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কিভাবে অনলাইনে টাকা কামানো যায় - তা সবাই জানতে চেয়েছেন। এই বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কথা অনুসারে দশজনকে ওয়েবসাইটের জন্য নির্বাচিতও করেছি। আর যারা নির্বাচিত হননি, তাদের বলেছিলাম তাদেরকে সাধ্যমতো সাহায্য করব।

তাদের জন্যই আজকের আমার এই পোষ্ট। আশা করি সময় নিয়ে পড়বেন এবং কাজে লাগাতে চেষ্টা করবেন। আর আমি তো আছিই - এমন পোষ্ট আসতেই থাকবে আশা করি। আমি সামহোয়ারইনে্র কাছে কৃতজ্ঞ যে আমাকে ব্লগের সাথে পরিচয় করে দিয়েছে। মূলত সামহোয়ারইনের হাত ধরেই ব্লগের রাজ্য আগমন - আমার আগের পোষ্টে এই নিয়ে লিখবার চেষ্টা করেছি।

যা হোক, ওইদিকে আজ আর পা বাড়াচ্ছি না। আপনারা কিভাবে শুরু করবেন - তাই নিয়েই দুটো কথা বলি। বিনা টাকায় ব্লগ কিভাবে শুরু করবেন তা নিয়েই আলোচনা করব। এতে আয় কম হবে কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভবিষ্যতে সামান্য কয়েকটা টাকা খরচ করে যাতে ভালভাবে শুরু করতে পারেন - সেদিকটাই আলোচনা করব। এখন বাংলাদেশে বেশ কয়েকটি কমিউনিটি ব্লগ আছে, সামহোয়ারইন, প্রথমআলো ব্লগ, সচলায়তন, আমারব্লগ ইত্যাদি।

এগুলো আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন ঠিকই কিন্তু পয়সা পাবেন না। কারন এগুলোতে পয়সা কামানোর জন্য কোনো ব্যবস্থা নাই। তাই পয়সা যদি কামাতেই হয় তো নিজের ব্লগ থাকতে হবে। এধরনের ব্লগের জন্য http://www.wordpress.com কিংবা http://www.blogspot.com এ ফ্রিতে ব্লগ খুলতে পারবেন - কিন্তু এই ব্লগগুলো টাকা কামানোর জন্য যথেষ্ট নয়। তাতে কি - অভিজ্ঞতা তো হল।

প্রথমে চোখের সামনের পর্দাটা খুলে দিন - আপনারকে ভাবতে হবে আপনার ব্লগ শুধু বাংলাদেশের মানুষ পড়বে না, বরং পুরো বিশ্বের লোকদের আপনার ব্লগের পাঠক বানাতে হবে। তাই দু:খজনক হলেও কিছু করার নাই - বাংলায় লেখা বাদ দিতে হবে। বাংলায় এমনিতেই পাঠক কম, তার ওপর বাংলা সাইটে এ্যাড পাওয়া যায়্ না। নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন - আপনি কি ভাল জানেন কিংবা কি বিষয়ে কথা বলতে পারেন। সেটিতেই ব্লগ বানাতে পারেন।

অযথা যে বিষয়ে জানেন না, সে বিষয়ে ব্লগ বানাতে গিয়ে হিত বিপরীত হতে পারে। ধরুন, আপনি হাতে সুন্দর করে মেহেদি দিতে পারেন - সে বিষয়েও ব্লগ বানাতে পারবেন। আপনাকে কেউ মারবেও না, পিটাবেও না - বরং ভাল লিখতে পারলে বারবার ঘুরে ফিরে আসবে আপনার ওয়েবসাইটে। এবার কি করবেন? দৌড়ায় গিয়ে ব্লগ লিখতে যাবেন না। সময় নিন।

যে বিষয়ে ব্লগ বানাতে যাচ্ছেন, গুগলে খোঁজ নিয়ে দেখুন অন্যরা সেই বিষয়ে কি লিখছে কিংবা ওই বিষয় সার্চ করলে কোন কোন ওয়েবসাইট আগে আসছে। ওই ওয়েবসাইটগুলোর কি কি ভাল দিক আছে, কি কি ক্ষেত্রে তারা মনোযোগ দিয়েছে, কি কি ফিচার আরোও এ্যাড করা যেত ইত্যাদি। এবার এই সব ফিচারগুলো লিপিবদ্ধ করুন। ভবিষ্যতে খুবই কাজে আসবে। এখন, keyword বাছাই করতে হবে।

এটা খুবই দরকারী একটা বিষয়। তাই এই পোষ্ট এটাকে অন্তভুক্ত করে তার মর্যাদাহানি করতে চাই না। আশা করি পরের পোষ্টে এই নিয়ে বিস্তারিত লিখব। এই ফাঁকে আমাদের নতুন ফোরামে ঘুরে আসতে পারেন। ফোরামটি বেশ জমে উঠেছে - এখানে ফ্রিতে যোগ দিন, ঘুরে ফিরে দেখুন কে কি জানতে চেয়েছে, সেগুলো পড়ে দেখুন উপকারে আসবে।

আবার আপনারও যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সবাই মিলে উওর দেব। আমাদের ফোরামের মূল লক্ষ্যই হল কিভাবে ওয়েবসাইট বানানো যায়, সার্চ ইঞ্জিন থেকে কিভাবে অনেক অনেক পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, কিভাবে ব্লগ থেকে টাকা পেতে পারেন ইত্যাদি - আমাদের ফোরামের ঠিকানা হল - http://www.iseoforum.com । আশা করি আমাদের ফোরাম আপনাদের ভাল লাগবে। ভাল থাকবেন, ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.