আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার সঙ্গে প্রকৌশলীদের বৈঠক

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক প্রকৌশলী বৃহস্পতিবার এই সভায় অংশ নেন।
বিএনপি সমর্থিত এই প্রকৌশলীরা রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান। সভার শুরুতেই খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন ও আগামী নির্বাচন নিয়ে প্রকৌশলীদের মতামত শোনেন বিরোধীদলীয় নেতা।
নির্দলীয় সরকার দাবিতে বিএনপি আন্দোলনে রয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণাও রয়েছে তাদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খান সভায় ছিলেন।
বৈঠকে প্রকৌলশলীদের মধ্যে ছিলেন আনোয়ারুল আজীম, শাহ মুহাম্মদ ফরিদ, ফজলে এলাহী, মুহাম্মদ মাসুদ, মো. ইকবাল, মিয়া মুহাম্মদ কাইয়ুম, মহসিন আলী, খালেদ মাহমুদ চৌধুরী ফাহিম, এম এম গোফরান, কাজী মো. সুফিয়ান, রিয়াজুল ইসলাম রিজু, এ কে এম জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।