আমাদের কথা খুঁজে নিন

   

অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের


টুলটি বেশ আগে বানানো। আসলে একেবারেই নিজের প্রয়োজনে বানিয়েছিলাম এটি। প্রতিদিন অনেক পোস্ট আসে এই ব্লগে। প্রায়ই এসব পোস্টের ভিড়ে চোখ এড়িয়ে যায় পছন্দের কোন ব্লগারের পোস্ট। আর যদি দু'একদিন না আসি, তাহলে তো কথাই নেই এই ওয়েব এপ্লিকেশনটি আপনার পছন্দের ব্লগারদের অনুসরন করবে।

লিস্ট হিসেবে দেখাবে আপনার পছন্দের ব্লগারের কি কি নতুন পোস্ট এসেছে, সেগুলোর রেটিং কেমন এবং কমেন্ট কয়টি এসেছে। তাছাড়া কোনগুলো আপনার পড়া হয়েছে, এবং যেগুলো পড়া হয়েছে সেগুলো পড়ার পর আর কতটি নতুন কমেন্ট এসেছে তাও দেখাবে (প্রতি ঘন্টায় একবার এসব তথ্য আপডেট হবে)। এপ্লিকেশনটিতে লগ ইন করতে হলে আপনার একটি ওপেন আইডি এড্রেস থাকতে হবে। এখনও কোন ওপেন আইডি একাউন্ট না থাকলে মাইওপেনআইডি অথবা ভেরিসাইন থেকে একটি একটি একাউন্ট খুলতে পারেন। এছাড়া বিভিন্ন ব্লগের এড্রেস, যেমন ব্লগস্পটে আপনার ব্লগের ঠিকানাও (ইউ আর এল) ওপেন আইডি লগইন হিসেবে কাজ করতে পারে।

ওপেন আইডি লগইন এর সুবিধা হচ্ছে আপনাকে প্রতিটি সাইটে নতুন করে রেজিস্ট্রেসন করতে হচ্ছে না কিংবা অপরিচিত/অল্প পরিচিত সাইটে পাসওয়ার্ড ও শেয়ার করতে হচ্ছে না। এক্ষেত্রে যেসব ক্লায়েন্ট সাইট ওপেন আইডি লগইন সাপোর্ট করে, সেসব সাইটে আপনার ওপেন আইডি ঠিকানা দিলে আপনি যেখান থেকে একাউন্ট খুলেছেন সেখানে পাঠিয়ে দিবে ক্লায়েন্ট এপ্লিকেশনটি। এবার ক্লায়েস্ট সাইটিকে এলাউ করে দিলেই আপনার লগইন হয়ে যাবে। লগইন করুন এখানে - http://onushoron.morphexchange.com/ ব্যবহার পরিচিতি: ১. লগইন আপনার ওপেন আইডি দিয়ে লগইন করুন ২. ব্লগ তালিকা এখানে আপনার অনুসরন করা ব্লগারদের তালিকা দেখাবে। ৩. নতুন ব্লগ নতুন কোন ব্লগারকে অনুসরন তালাকায় যোগ করতে পারবেন এখানে।

এজন্য সেই ব্লগের URL এবং Name ফিল্ডে সেই ব্লগের একটি নাম দিন। পোস্ট তালিকায় ব্লগারের নাম হিসেবে এই নামটিই দেখাবে। ৪. পোস্ট তালিকা আপনার অনুসরন করা ব্লগারদের পোস্টের তালিকা আরেকটি লুকানো ফিচার আছে। সেটা নিজেরাই আবিস্কার করে নিন এতদিন নিজের পিসিতেই মাঝে মাঝে চালাতাম এই টুল টি। গতকাল একটি ফ্রি হোস্টিং টেস্ট করার জন্য এপ্লিকেশনটি সেখানে ডিপ্লয় করি।

এখন পর্যন্ত ভালই চলছে ভালো কথা, নিজের জন্য বানিয়েছি বলে ডিজাইনের কোন তোয়াক্কা করিনি। তাছাড়া ডিজাইনার হিসেবে যথস্ট দূর্নাম রয়েছে আমার, তাই চেস্টা থেকে এখনও বিরত থেকেছি [বি.দ্র. এই টুলটির সাথে সামহোয়্যারইন কতৃপক্ষের কোন সম্পর্ক নেই। টুলটির সোর্স মুক্ত। রুবি ল্যঙ্গুয়েজে লেখা এর সোর্স দেখতে পারবেন এখানে । আর এটি শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগে জন্য কাজ করবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.