আমাদের কথা খুঁজে নিন

   

অনুসরন করা ভালো কিন্তু অনুকরন কি গ্রহনযোগ্য?

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... বিষয়টা খুবই সামান্য কিন্তু আমার ভালো লাগে নাই তাই হয়তো আলোচনায় আনলাম। রাজাকার নিপাতজাক, সেটা আমারও দাবী। একবাক্যে স্বীকার করি, এতো দিন এই কাজ সম্পন্ন না করে, সহ্য করার মাধ্যমে আমরা সাধারন জনগনই নিজেদের আত্নসম্মানবোধের নীচতারই প্রমান দিয়েছি।

কিন্তু আজ যখন একটা আন্দোলনের আকার ধারন করছে, সেটার পেছনে কে? কারন কি? এসব নিয়ে চিন্তা করার ইচ্ছা কিংবা মনোভাব কোনটাই পোষন করবোনা। কারনটা সচেতন মনেই এড়িয়ে যাচ্ছি বলা যায় (আমার জীবনে আমি ছোট-বড় অনেক আন্দোলন কিংবা ঘটনার প্রত্যক্ষদর্শি বলেই হয়তো আজ খুব কম কাজের পেছনেই সরল কারন খুজে পাই। হয়তো নিজেই জটিল মানসিকতার কুটিল মানুষ হয়ে গেছি। ) সকল কিছু বাদ দেবার পরও যে বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে তা হচ্ছে, "শাহবাগ স্কয়ার"। শাহবাগ মোড় কিংবা কেবল শাহবাগ শব্দটার সাথেই সারা বাংলাদেশ পরিচিত।

কোন দরকার কি ছিল, তাহ্‌রীর স্কয়ারকে অনুকরন করে "শাহবাগ স্কয়ার" বলার ? অনেক মহৎ জিনিসও যে কখোনো কখোনো কেবল অনুকরনের ছায়া পরে তুচ্ছ হয়ে যায় অনেক চিন্তাশীলদের দৃষ্টিতে, তা কি আমরা জানি না? নিজেদের স্বকীয়তাকে ভুলে যাওয়া আমাদের আজন্ম অভ্যেস, এবারও তারই প্রমান দিলাম আমরা। আর তাই তো ভয় হয়, এটা কি আসলেই সাধারন, সচেতন মানুষদের দাবী, নাকি পেছনে কলকাঠি নাড়ছে অন্যকেও , নিজের স্বার্থ সিদ্ধির আশায়, আর আমরা পুরো জাতি আছি ধোঁকায়। প্রত্যাশা করি , এই বার যেন অন্তত আমি নিজে ভুল প্রমানিত হই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.