আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বাস্তু স্বপ্ন



ভাঙতে ভাঙতে ভাঙছে মানুষ ভাঙছে শহর , যৌথখামার একটি প্রহর কুড়িয়ে পাওয়া প্রত্নস্মৃতি তোমার-আমার। প্রহরগুলো বিলম্বিত খুব নীরবে হারিয়ে যাওয়া সুখদানা খুঁজে খুঁজে ব্যর্থ চেষ্টা অযাচিত। অযাচিত এই স্মৃতির শহর দীর্ঘ করে ব্যর্থ সময় পুড়িয়ে দিয়ে উদ্ধত চোখ অন্ধ তবু পথ চেয়ে রয়। ভাঙতে ভাঙতে ভাঙছে মানুষ ভাঙছে শহর ,যৌথখামার স্বপ্নচারী , ক্ষুধার্ত মুখ নিঃশেষিত ... একাকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।