আমাদের কথা খুঁজে নিন

   

একখন্ড ৭১ (১ম পর্ব)

আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক

কেরামত পাগলা বাজারের বট গাছটার নিচে বসে দাড়ি চুলকাচ্ছিলো আর গাছের কাকের সাথে কথা বলছিলো । - ঐ কাউয়া যা না এটু শেখ সাহেবের খবর লইয়া আয়। - কা । - কি কইলি পারবি না? ঐ হারামজাদা পারবি না কেন? - কা - কি কস? মিলিটারীরে ডরাস? - কা - আরে বেটা ডরের কি আছে ? তুই কি মুক্তি নাকি? হি হি হি হি হি.... যা বেটা ভাগ.... উঠে গেল কেরামত। মাষ্টার সাবের কাছে যাওয়া লাগে ।

বড়ই বিদ্বান মানুষ । হাটতে লাগল সে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বি . এ , বি . টি এর বাড়ির দিকে। - মাষ্টার বাড়িত আছো? বাইরে বের হয়ে এলেন হাবিবুর রহমান বি . এ , বি . টি । - কিরে কেরামত কি হইছে? - ও মাষ্টর বাজারের বট গাছের কাউয়ারে কইলাম শেখ সাবের খবর আইনা দিতে দিল না । কওতো কি করি? হেসে ফেললেন হাবিবুর রহমান বি . এ , বি . টি ।

এই কেরামত পাগলা কে তার ভালই লাগে । কিন্তু এই মুহুর্তে চিন্তিত হয়ে আছেন হাবিবুর রহমান বি . এ , বি . টি , যেকোন সময় এই গ্রামেও চলে আসবে পাকিস্তানি হানাদারেরা । রেডিওতে যা শুনেছেন এদের ঢাকায় হত্যাকান্ডের কথা তাতে গা শিউরে উঠে। এই অমানুষগুলা এই গ্রামে আসলে কি হবে ভাবতেও ভয় লাগে । - ও মাষ্টার কি এতো ভাবো? কথা কও না কেন? - কেরামত দিনকাল ভালা না যা বাড়িত যা ।

দিনকাল খারাপ । - যামু তো। কিন্তু শেখ সাহেবের খবর কও মাষ্টার । - জআনি না রএ । কেউ কিছু কয় না ।

তুই ভিতরে আয় । ভাত খাইয়া পরে বাড়িত যা । ঐদিন সন্ধ্যায় রুপনগরে মিলিটারি এলো । (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.