আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এলেই বৃষ্টি নামে



দুইদিন ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়া তুমি আমিও তেমনটি; কেমন যেন আকাশটার মতন গুমোট হয়ে থাকলে, এর আগে বিনামেঘে বজ্রপাত, ভেবেছিলাম সব থেমে গেল বুঝি চলছেনা আর জীবন, তুমি আমি আর নয় থেমে যাক মিথ্যে স্বপন। তুমি গুমোট হয়ে থাকলে, আর আমি পালিয়ে থাকলাম, নিরলে নিভৃতে দারুন একাকিত্বে। তারপর মনে হলো যদি আসতে তুমি ভ্যাপসা অস্বস্তিকর আবহাওয়া ভাল লাগছিল না ভাল লাগছিল না তুমিহীনতা। সেই তুমি এলে ভ্যাপসা গরম আর থাকলো না, বৃষ্টি এলো এক পশলা রিমঝিম বৃষ্টি হৃদয় জুড়ে তুমি থাকলেই বৃষ্টি নামে ধরণী শীতল হয়; আর আমার তৃষিত হৃদয় সতেজতা লাভ করে। তুমি মেঘ বজ্রপাতে বৃষ্টি দানো, আমার মনের গহীনে সুখ পরশিয়া যায় তুমি সেথা ছন্দ আনো। তাই বলি এসো , নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা হয়ে ভেসো। এক পশলা বৃষ্টি হয়ে নামো ধরণী প্রশান্ত হোক আবর্জনা সব ভেসে যাক। তুমি আমার হয়েই থেকো তোমার মনের মনিকুঠুরে আমায় শুধু রেখো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.