আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে গোষ্ঠী সহিংসতায় মৃত ১৯, সেনা মোতায়েন

উত্তর প্রদেশের মুজফফরনগরের কাওয়াল গ্রামে গোষ্ঠী সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৩৪। উত্তর প্রদেশের স্বরাষ্ট্রসচিব কমল সাঙ্নো সাংবাদিকদের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ২৭ আগস্ট থেকেই সংঘর্ষ শুরু হয়েছিল উত্তর প্রদেশের এই গ্রামে। ওইদিনই সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।

তারপর থেকেই চাপা উত্তেজনা চলছিল সেখানে। শনিবার তা প্রকট আকার ধারণ করে। এদিন সংঘর্ষে একজন সাংবাদিক ও এক পুলিশ চিত্রসাংবাদিকসহ ছয়জনের প্রাণহানি ঘটে। তারপরই বেশি পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু তা সত্ত্বেও গতকাল ফের সংঘর্ষ বাধে।

সংঘর্ষ থামাতে এলাকায় ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে। মুজাফফরের জেলা প্রশাসক কুশল রাজ শর্মা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, 'এখনো বেশ কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর এসেছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ' তিনি আরও বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সরকারের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পদত্যাগের দাবিতে সরব হয় বহুজন সমাজ পার্টি।

এদিকে সংঘর্ষে হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। মৃত সাংবাদিকের পরিবারকে এককালীন ১৫ লাখ রুপি এবং অন্য মৃতদের পরিবারপিছু ১০ লাখ রুপি আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুরুতর আহতদের দেওয়া হবে ৫০ হাজার এবং অল্প আহতদের দেওয়া হবে ২০ হাজার রুপি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.