আমাদের কথা খুঁজে নিন

   

উত্তপ্ত জুপিটর



শৈল্পিক নিদর্শন শিল্পীর তুলির আঁচড়ে সৃষ্ট। কিন্তু সে শিল্পী যদি হন স্রষ্টা নিজে তাহলে অনুসন্ধিৎসু মহলে আলোড়োন পড়ে যায় সে শিল্পকর্মেরর ব্যাখ্যা পেতে। প্রদত্ত আঁকা ছবিটি কোন একজন শিল্পীর, যিনি হাব্‌ল স্পেস টেলিস্কোপ থেকে আনা তথ্যের ভিত্তিতে এঁকেছেন স্রষ্টার মহাজাগতিক সৃষ্টির কিছু অংশ। ছবিটি উত্তপ্ত জুপিটর HD209458b এর, যে কিনা তার সূর্যকে প্রদক্ষিণ করে চলছে সর্বক্ষণ ৮ মিলিয়ন মাইল দূর দিয়ে। অর্থাৎ আমাদের সৌরজগতের সূর্য হতে বুধ গ্রহের যে দূরত্ব তারও কম দূর দিয়ে।

HD209458b এর নিজস্ব আবহাওয়া মন্ডল বারবার বাস্পায়িত হয়ে উঠছে তার নিজের সূর্যের উত্তাপে। নভোমন্ডলের আকাশে উদ্‌গীরণ করছে উত্তপ্ত গ্যাস । গ্রহটির ছবি সরাসরি তোলার জন্য হাব্‌ল স্পেস টেলিস্কোপ উত্তপ্ত এই গ্রহটির কাছে পৌঁছুতে পারেনি। যে নক্ষত্রটিকে সে পরিভ্রমণ করে চলছে তার থেকে বিকিরিত আলোর ছটা গ্রহটির আবহমন্ডল ভেদ করে হাব্‌ল স্পেস টেলিস্কোপে এসে পড়ছে। সেই রশ্মি হতে প্রাপ্ত তথ্য চিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহটির বৈশিষ্ট্য জানতে সক্ষম হয়েছেন।

গ্রহটির আবহমন্ডল পরতে পরতে বিশ্লেষণ করতে সচেষ্ট হয়েছেন তারা। আবহমন্ডলের উত্তপ্ত হাইড্রোজেন গ্যাস নভোমন্ডলে ছড়িয়ে পুচ্ছসদৃশ গ্যাসীয় পুঞ্জের সৃষ্টি করেছে। উপস্থিত করেছে হঠাৎ এক ধূমকেতুর। আবহাওয়া মন্ডলের তাপমাত্রা ১৩৪০ ডিগ্রী ফারেনহাইট হতে শুরু করে পরতে পরতে বৃদ্ধি পেয়ে ২৫৪০ ডিগ্রী ফারেনহাইট হয়ে যায় যা কিনা আমাদের সূর্যের থেকেও উত্তপ্ত। এ উচ্চ তাপমাত্রায় এক সময়ে গ্রহটির পুরো আবহমন্ডল বিলীন হয়ে যাবে।

গ্রহটি থেকে প্রতি সেকেন্ডে দশ হাজার টন গ্যাস ছড়িয়ে পড়ছে নভোমন্ডলে। (নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে এর তিন ভাগের এক ভাগ জল প্রবাহিত হয়। ) গ্রহটি যে তার ফলে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়, আরো ৫ বিলিয়ন বছর এর আয়ু আছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। গ্রহটি আকারে আমাদের সৌরজগতে অবস্থিত বৃহস্পতি গ্রহের ১.৩ গুন । ৩.৫ দিনে গ্রহটি তার কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করে।

আমাদের সৌরজগতের বৃহস্পতি যদি সূর্যের আরো নিকটে থাকতো তারও একই দশা হতো। তাই HD209458b গ্রহটির নাম দেয়া হয়েছে উত্তপ্ত জুপিটর। এর পরিবারের অন্যান্য সদস্যদেরও নভোমন্ডলে বিচরণ করতে দেখা যায়। আমাদের সৌরজগতের বাইরে ২০০টি গ্রহের মাঝে ১০ থেকে ১৫ শতাংশ গ্রহ উত্তপ্ত (হট্‌) জুপিটরের বৈশিষ্ট্য সম্পন্ন। আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় অঞ্চলে ১৬ টি হট্‌ জুপিটরের খবর সংগ্রহ করেছে হাব্‌ল স্পেস টেলিস্কোপ।

অত্যাধিক গ্যাসে পরিপূর্ণ লক্ষাধিক বিশালাকার নক্ষত্রই এরকম উত্তপ্ত আবহমন্ডল সম্পন্ন গ্রহ সৃষ্টিতে দায়ী। এই ছায়াপথেই তাদের বসবাস। তবে হট্‌ জুপিটর আমাদের হতে ১৫০ আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত। গ্রহটির আবহমন্ডলে অক্সিজেন, কার্বন,সোডিয়ামের অস্তিত্ব পাওয়া গিয়েছে। গ্রহটি খুব গভীরবভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা কারণ আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এটিই সবচেয়ে নিকটস্থ গ্রহ যার রাসায়নিক গঠন সম্পর্কে ব্যাপক বিশ্লেষণ পাওয়া সম্ভব হচ্ছে।

নাসার Spitzer স্পেস টেলিস্কোপ গ্রহটির আবহমন্ডলের ইনফ্রারেড রশ্মি পর্যবেক্ষণ করেছে। তথ্যসূত্রঃ নাসা, হাব্‌ল স্পেস টেলস্কোপ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.