আমাদের কথা খুঁজে নিন

   

উত্তপ্ত দিন আজ



আজকে সারাদিন বৃষ্টি হয়নি। রোদ ছিল মোটামুটি সারাদিন ই। তাই গরম লেগেছে একটু যখন বাইরে বের হলাম যদিও মাথার পেছনের ঢাউস এসিটা আমার বসার জায়গাটাকে মোটামুটি সাইবেরিয়া বানিয়ে রেখেছে। তবে আজকে ঢাকা শহর প্রকৃতিগতভাবে যেমন গরম তেমনি রাজনৈতিক কারণেও বেশ গরম। ঢাকা বিশ্ববিদ্যালয় এ সেনা সদস্য, পুলিশ ও ছাএ দের মধ্যে বেশ ভালো সংঘষ' হছ্ছে।

অনেকদিন পর আবার এসব শুরু হল। চোর রাজনীতিবিদরা জেলে যাওয়ার পর ভেবেছিলাম যে এসব গন্ডগোল আর হবেনা। কিন্তু হায়, আবার ও সেই ঝামেলা। আবারও গাড়ি নিয়ে চিন্তা, আবারো বাসার বাইরে যারা আছে তাদের নিয়ে আম্মার চিন্তা। আমি নিজেও কেমন একটা অসহায় অবস্হায় পড়ে গেছি।

এতদিন তো সেনা সমথি'ত এই সরকারকে আমি সাপোট' করছিলাম কারণ ভেবেছিলাম দূনী'তি কে তাঁরা সমূলে উৎপাটন করে বাংলাদেশকে অনেক বেশী বসবাসযোগ্য করে তুলবেন, কিন্তু এখন আমার কেন যেন মনে হছ্ছে সরকার সঠিক পথে যেতে পারছেনা। যেকোন কারণেই হোক সরকার জনবিছ্ছিন্ন হয়ে যাছ্ছে, আর জিনিষপত্রের দামের যে অবস্হা তাঁতে দুভি'ক্ষ পরিস্হতি চলে আসতে পারে । সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাছ্ছে। বাজারের হিসাব মিলাতে আমরা হছ্ছি গলদঘম'। আমরা মধ্যবিত্তরা এমনিতেই সমস্যায় আছি, কারণ লিভিং স্ট্যান্ডাড' ও মেইনটেইন করতে হয়, আবার খরচ ও কুলানো যায়না।

বিশাল সমস্যায় আমরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.