আমাদের কথা খুঁজে নিন

   

আলস্য

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

অনেকদিন ধরেই নিশ্চুপ বসে আছি মনে হয় নিজেকে অলস বানিয়ে ফেলেছি, রৌদ্র দেখলেই এখন বড়ই অসহ্য লাগে ঠান্ডা পড়লেই মনে হয় ঠকঠকানিতে হাত পা এই বুঝি ভাঙ্গে। নিশ্বাস নিতেও এখন কষ্ট লাগে শিখছি তাই কেমন করে কব্জা করা যায় শ্বাস প্রশ্বাসের অপচয়টাকে। পড়তে গেলে মাথা ধরে যায় কিন্তু কষ্ট করে অষুধ খাই কেমনে, তাই বই খাতাকেই বালিশ বানিয়ে শান্তির ঘুম দেই নির্বিঘ্নে। মাথায় এখন খালি ঘুরে অপচয়ের চিন্তা কষ্টে থাকে তাই আমার মনটা, কথা বলা কমিয়ে দিয়েছি আগে তুলা আটকিয়ে হাত করেছি শ্রবনশক্তিটাকে। এখন শুধু বসে আছি অপেক্ষায় লটারীতে বড় অঙ্কের টাকার আশায়, চোখ বন্ধনী কেনার ক্ষমতা যে নেই এখনো আমার সাধ্যের মধ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.