আমাদের কথা খুঁজে নিন

   

আলস্য স্বাধীনতা হরণ?



ঘটনা ঠিক বুঝলাম না। আজকে হঠাত দেখি কোন ব্লগে কমেন্ট করতে পারছিনা। প্রথমে ভাবলাম, বাগ প্রবলেম। কয়েকবার লগইন লগআউট করেও অবস্থা তথৈবচ। এরপর ভাবলাম ব্লক্ড হলাম নাকি? কিন্ত এটা একেবারেই অসম্ভব।

একেতো আমার কোন পোস্টই নাই, তার উপর লো প্রোফাইল পোস্টার। কেউ আমাকে ব্লক করার কষ্ট করতে যাবেন না। তারপর কি আর করা, কোন সমস্যায় একটা মেইল করতে বাধ্য হলাম। উত্তরও ত্বরিত গতিতে পেয়ে গেলাম। ঘটনা ক্লিয়ার হল।

নতুন নিয়ম হয়েছে মনে হ্য়, যাদের ফ্রন্ট পেইজ এ আসার অধিকার নাই, তারা কমেন্ট করতে পারবেনা। আর ফ্রন্ট পেইজ এর চর দখলের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, নিজের ব্লগে পোস্ট দিতে হবে। তবে এখানে একটা প্যাচ আছে আবার, পোস্টটা ফ্রন্ট পেইজে যাওয়ার যোগ্য হতে হবে। এই ব্যাপারটা কিছুই বুঝলাম না। তাইলে কি খুব জ্ঞানগম্ভীর পোস্ট হতে হবে? যদি তাই হয়, তাইলে খবর আছে, নরমাল লেখা লিখতেই আলসেমি লাগে।

আর চিন্তা করে লিখতে হবে, এইটা চিন্তা করেই তো ঘুম আসতেছে। আল্লাহ মালুম। দেখি এই পোস্টটা দিয়া। এই বকবকানি যদি আবার কমেন্ট করার অধিকার ফিরিয়ে দেয় তাইলে ভাল, নাইলে আমার সাইবার আলস্য স্বাধীনতা হরণ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি (খাইয়ালামু) ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.