আমাদের কথা খুঁজে নিন

   

কল্পিত চিত্র

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কল্পিত চিত্র তোমার মনের কপাট এভাবে সপাটে বন্ধ করবে, কখনও ভাবিনি। আমার গবেট মনটা অনেক আগেই লোপাট হয়েছিল তোমার কপট ভালবাসায়। প্রকট ব্যথা অনুভব করেছিলাম ছোট্ট হৃদয়ে। শক্ত হোঁচট খেয়েছিলাম বিশ্বাসের চৌকাটে। আমি জানতাম, একদিন ভালবাসার মিষ্টি সুবাস ছড়িয়ে কোন না কোন এক মনের ফটক খুলবেই খুলবে।

সেই আশায় বিরহের শকট ছেড়ে নির্ভয়ে চেপে বসেছিলাম প্রত্যশার রকেটে। শুন্য পকেটে, ভেবেছিলাম বটে- জানা কথা, একদিন পৌঁছুবো সঠিক গন্তব্যে। হতাশা তখনো পিছু হটেনি। কড়িকাঠ গুনছিলাম নিজের ভাগ্যকে উপহাস করে। সৌভাগ্যের মলাট তখনো জোটেনি ললাটে।

দিনগুজরান হচ্ছিল কোন রকমে। দেহ থেকে আত্মাটা মাঝে মাঝে চম্পট হতে চাইছিল, লম্পট নই তাই আত্মবিশ্বাসে আঁকড়ে পড়েছিল কিছু একটা হবে ভেবে। দিন ফিরেছিল। প্রত্যাশা মাফিক না হলেও আকাঙ্ক্ষার চাকা ট্রাফিক জ্যামে একদম আটকা পড়েনি। অথচ এই মনটা একদিন তোমাকে পাবার প্রবল প্রত্যাশায় অকপটে তোমার প্রকট তিরষ্কার উপেক্ষা করেছে।

বিকট হাহাকারে হৃদয়ের পাড় ভেঙ্গেছে মট্ মট্ করে। চট করে সবকিছু সামলে নিয়ে নিজেকে তিল তিল করে গড়েছিলাম- তবুও মাথা থেকে তোমাকে পাবার উদ্ভট খেয়ালটা অপমানের দেয়াল ভেদ করে কেমন যেন মাথা চাড়া দিয়ে উঠতো। ইচ্ছে ছিল একদিন বুকভরা আশা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো সটান। জানতাম আমার প্রতি তোমার কোন টান ছিলনা, তাই মন নিয়ে টানাটানি করার ইচ্ছে হয়নি। ওখানেই সব কিছুর ইতি টেনেছিলাম।

কিন্তু কি আশ্চর্য! এতো কিছুর পরও তোমার প্রতি অদ্ভূত একটা টান অনুভব করি- তোমার প্রতি প্রচ্ছন্ন ভালবাসার টান। চিত্রকর নই তবুও আমার কাছে তা অদৃশ্য তুলির টান। মনের তুলিতে সেই টানগুলোকে একত্রিত করে যখন এক ভাবনা-চিত্র আঁকার চেষ্টা করি, তখন ক্যানভাসের গায়ে যে চিত্র ভেসে ওঠে- তা নিতান্তই এক দুখিনী নারীর ছবি। আমার মানসপটে কেন জানি তোমার সুখের কোন চিত্রই ফুটে ওঠেনা। অথচ মনে মনে তোমাকে আমি অহংকারের অলংকারে সজ্জিত এক সুখী নারী ছাড়া অন্যকিছুই ভাবিনা।

(এলোমেলো ভাবনার অগোছালো লেখা, নষ্ট অতীতের কষ্টকে ফিরে দেখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।