আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কল্পিত ভোট কথন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

(১)
- তা গোলাপী কেমন আছো??
- আর বইলো না বালুর ট্রাক দিয়া পুরা গণতন্ত্র টাই আটকাই দিল।


- তা তুমি বালুর ট্রাক সরাইতে পারলা না। দেলুরে চান্দে পাঠাই দিলা আর এই ট্রাক সরাইতে পারলা না??
- আর কইয়ো না , বুইড়া গুলান নিজেরাও মরতাছে, আমারেও মারনের ব্যাবস্থা করছে।
- হরে!! গোলাপী !!! তোমার ও বোঝা উচিৎ ছিল তোমার আর আগের মতো বয়স নাই !!!
- ক্যান থাকলে কি হইতো???
- সেই বয়স থাকলে আমি এই বয়সেই রাজনীতি কইরা তোমার লাইগা পুড়া জান কুরবান করে দিতাম।
- চুপ করো!! বেয়াদব কোথাকার।

(২)
- তা ভূপেন এখন কি করবে??? ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে মোটে ৫% মানুষ।


অনুপস্থিত ৯৫% মানুষ।
- সে চিন্তা করবেন তা আপনি ম্যাডাম। সেটাকে তৎক্ষণাৎ ১০ শতাংশ করে দেয়া হয়েছে ভোট ক্লোনিং এর মাধ্যমে। এখনও ব্রিডিং চলতেছে। বিকাল নাগাদ আরও বাড়বে।


- এভাবে কি হবে ভূপেন??
- তাহলে কি করবো এখন????
- কি করবে আবার ??? এরশাদের ডিগবাজী দেখে কিছুই শেখোনি দেখছি!!! যাও এখনই অনুপস্থিতের "অ" কে ডিগবাজী দিয়ে উপস্থিতে হাজির করে পুরা বেপারটা উল্টো করে দাও।

(৩)
-৫% ভোটে কয় বছর ক্ষমতায় থাকা যাবে ভূপেন।
-৫ বছর তো অবশ্যয়।
-তা তুমি কি মনে কর??
-৫ দিন ও থাকতে পারবে না।
তবে তোমার সে আশায় ও বালি।


৫% ভোট ও যদি না পরতো তাতেও কিছু আসতো যেত না। ক্ষমতা তার আগেই পেয়ে গিয়েছিলাম। জামাত না ছাড়ার ফল কি পেয়েছ?? আরো পাবে দেরি কর। ভোটের আগেই কিছু করতে পারলা না তো এখন ভোটের পরে আর কি বাল ফেলাইবা ??

(৪)

- -ভোট অল্প যা পড়ার পড়েছে !!! আর তো পরে নারে?? কি করবো এখন???

- গুন দাও গুন ভুপেন!!! গুন করে বাড়াতে থাকো। যতক্ষন পারো।

তোমাকে রাজনীতির সাথে সাথে অংকেও ভালো হতে হবে। ভূপেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।