আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গী আকৃষ্ট করতে সুগন্ধি

আমার একটা নদী ছিল জানলো না তো কেউ বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করতে প্রত্যেকের শরীরের স্বাভাবিক গন্ধের একটা ভূমিকা রয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সঙ্গী আকৃষ্ট করতে ভবিষ্যতে হয়তো কৃত্রিম রাসায়নিক দিয়ে ওই গন্ধ তৈরি করে তা সুগন্ধিতে ব্যবহার করা যাবে। ওই গবেষণায় বলা হয়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে যুক্ত কোষগুলো দৃশ্যত শরীরের গন্ধের ওপর প্রভাব ফেলে। প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়, শরীরের নিজস্ব গন্ধ নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থগুলো ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কৃত্রিম বিকল্প পদার্থগুলোও একইভাবে কাজ করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টিনা ডেভিস বলেন, ব্যক্তির স্বতন্ত্র গন্ধের অনুভূতি তাঁর যৌনসঙ্গীর আচরণে প্রভাব ফেলতে পারে। তাই সেই গন্ধ আগামী দিনের সুগন্ধিতে প্রয়োগ করা গেলে সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কারো কাছে এই সুগন্ধি থাকলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।