আমাদের কথা খুঁজে নিন

   

মাতম

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

মাতম চারদিকে । আশ্রয় নেই মাথা গোঁজার । খাদ্য নেই , পানির জন্য হহকার । আপনজন হারানোর বেদনাতো আছেই । ফিরে এসেছে সেই দৃশ্য - প্রতিটি দূযোগেই বরাবর যা দেখা যায় ।

পানিতে ভাসছে লাশ । ধান ক্ষেতে উড়ছে কাক । লাশের গন্ধে বাতাশ ভারি হচ্ছে । খাদ্য ও পানির সংকট যেখানে তীব্রতর-কাপনের কাপড় মিলবে কোথায় ? তাই দেয়া হচ্ছে গনকবর .......... প্লিজ আমাকে ক্ষমা কর বন্ধুরা আমি আর লিখতে পারছিনা । আমার দু'চোখ দিয়ে অশ্রু ঝড়ছে ........।

বন্ধুরা যে যার অবস্হান থেকে আসুন এই দূযোগ মোকাবেলায় সাহায্যাত্তে কাজ করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।