আমাদের কথা খুঁজে নিন

   

ভাগের মায়েদের গঙ্গাপ্রাপ্তিঃ অঃতপর চিরসুখ বিদ্যমান

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

চশমাটা ঠিক করে মোচটা চুমরিয়ে, চিৎকার করলেন গগন কাঁপিয়ে ! “যে বলে আমার রাস্ট্রে অনাহারে মরে ধরে আনো,বেঁধে আনো তারে। ” “হুজুর ওরা সব ইললিটারেট সাংবাদিক, চেপে যান,আপনার আবার চেঁচামেচির বাতিক। দুমুখো নীতির আধ্যাত্মিক পূজারী হয়ে, বেশীদিন রাখা যাবেনা জনগনকে ভুলিয়ে। আসুন সমাজতন্ত্র আর বুর্জোয়াবাদের পাইল করি। জালফেলি ,কিন্তু পানি না ছুয়ে মাছ ধরি।

” তারপর দুই দিন ধরে চলল আলোচনা। লেখা হ্ ল অনাহার নিকেষের রচনা। বিরাট একটা উৎসবের হবে আয়োজন, দুনিয়ার অনাহারীদের আহার সম্মেলন। অতঃপর... বিরিয়ানির মনকাড়া গন্ধে বাতাস মাতাল হয়। মন্ডা মিঠাই দই সন্দেশে চারিদিক ময় ময়, বিকাল থেকে শুরু হ্ ল অনাহারীর মহাআহার, মাঝরাতে শেষ হ্য় খাদ্যের জন্য হাহাকার।

ভোররাতে এল কয়েক হাজার গাড়ী, উঠল লক্ষ লাশের সারি। দীর্ঘদিনের অভুক্ত পাকযন্ত্রের অতি সক্রিয়তা, মেনে নেয় না রক্তমাংসের ভঙ্গুর দেহটা। তারপর সকাল হ্ ল,আকাশে সূয্যিমামা উঠল, রাস্ট্রে চিরসুখের নুতন দিগন্ত চালু হ্ ল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.