আমাদের কথা খুঁজে নিন

   

মাজার দুলুনি মিথ্যা বলে না

সুন্দর সমর

মাজার দুলুনি মিথ্যা বলে না! মিথ্যা বলে না মাজার দুলুনি! অস্ত্র দেশের রাজা হয়েছে সব মাজা দোলে তার ইশারায়, ইংগিত দেয় প্রধান সিপাই তালে তালে নাচে দেশের মাজা। লেফট রাইট লেফট এখন সত্য, আপ্তবাক্য পড়হে সবাই মার্চ করে নামে সংবিধানের পাতায়, পাতায়, বমি উগড়ায় অতীত ভুতের প্রভুভক্তির চাটনে মত্ত একদলীয় দানব ফিরবে স্বপ্ন দেখে, যায় দল বেধে টুংগিপাড়ায়, কবরের কাছে প্রণামরত নাচায় মাজা, নেচে চলে মাজা লেফট রাইট লেফট দেশ-জনতার হালুয়া টাইট দাম বাড়ছেই, বাড়ছেই দাম কুল কিনারা দেখা যায় না দামের দানব গতরে বাড়ে লেফট রাইট রাইট রং হয়ে গেছে শিক্ষা কারোই মনে থাকে না একদল গেছে এক রাতে সব শতদল যখন ফুটছে দেশে তখন কোন্দল, হলাহল ঢালে মারপিট আর লাঠিয়ালগুলো ধরেছে কলম কৃষ্ণ টাকার রংগিন কাগজে খবরের নামে গুজব ছড়ায় লাঠি-বৈঠার রক্তখেকোরা রাজপথ হয় রক্তনদী কাল নিরবধি জবাব নেবে কার পাপে কার সংযোগ ছিলো আড়াল থেকে ঢেলেছে ঘৃত, সকল আড়াল উড়িয়ে দিয়ে এখন তারাই নাচায় মাজা, অস্ত্র হয়েছে ইশ্বর, ভাবছে অস্ত্র, সময় তাহার খরিদা গোলাম, কিন্তু সময় নড়াতে জানে, সরাতে জানে, পতনের পথ বানাতে জানে ডেকে আনে ভূ-কম্পন, খসে যায় গোলা, খসে যায় গুলি, কাঁদানে গ্যাসেও ঝাঁজ থাকে না অস্ত্র পালাবে, রাজ ফরমান সব চৌচির, আগেও দেখেছি, দেখব আবার, সময় কেবল এগিয়ে আসছে। মাজার দুলুনি মিথ্যা বলে না! মিথ্যা বলে না মাজার দুলুনি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.