আমাদের কথা খুঁজে নিন

   

শোনো! আর বুঝি কবিতা লেখা হলো না

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

কবিতা কোনো ব্যাপার হলো! আমিই তো সেই কবি ইচ্ছে হলেই যখন তখন কলম ছাড়াই লিখে ফেলি।। এ কী কান্ড! ভিতর থেকে কে যেনো ধমকে উঠলো- "আরে বোকা! ইহা কী কোবতে হচ্ছে?" জানিস নে তুই! চুপ ব্যাটা জ্ঞানী! আমি সেই মহামানব! সেই মহাকবি! আমার প্রতিটি শব্দে শব্দে কবিতা আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কবিতা আমার প্রতি ফোঁটা অশ্রু কবিতা। শব্দেরা তরঙ্গ হয়ে ভেসে বেড়ায় আমাতে সবাই লাইন ধরে দাঁড়ায়- আমি এক এক করে অডিশন নিই বাছাইয়ের পর চলে বাছাই, আর গাধা যেমন জল ঘোলা করে খায় সেই পদ্ধতিতে বিশ্বাসী শব্দ খুঁজি তারাই তো খাটে বেগাড় প্রশ্নহীন। কবিতার কোনো আলাদা অস্তিত্ব নেই কোনো নির্দিষ্ট গন্ডি বা পরিসর নেই যখন খুশি যেমন খুশি যেখানে খুশি লিখে যাই কখনো দৃশ্যত কখনো ... কখনো সরব কখনো নীরব নিস্তব্ধ কখনো হাসি আবার কখনো কান্না।। ভাবছো বুঝি কী হলো আমার-- মনটা আমার বোধহয় ভালো না তাই আর কবিতা লেখা হলো না হিজিবিজি অহেতুক অনেকক্ষণ শব্দের ক্ষুধা অকারণ সারাক্ষণ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।