আমাদের কথা খুঁজে নিন

   

ভেড়া হওয়াই কি মানুষ হওয়া?

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

রাস্তা দিয়ে হাঁটছেন আপনি। আপনার সামনের লোকটা হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের চোদ্দ তালা বিল্ডিঙের্‌ দশ তালার জানালার দিকে তাকালো। সেই অবস্থাতেই কিছুক্ষন হাঁটলো, ঘাড় ঘুরিয়ে। কি করবেন আপনি? একটা পরীক্ষায় দেখা গিয়েছে ওরকম অবস্থায় নব্বই ভাগ মানুষই ঘাড় ঘুরিয়ে উপরে তাকায়।

আমরা মানুষ হিসেবে গর্ব বোধ করি, ভেড়াদের নাক কুঁচকে তাচ্ছিল্য করি--ভেড়ার পালের মত চলি না আমরা, নিজেদের ইচ্ছামত যা ইচ্ছা তাই করি, এই সব ভেবে গর্ববোধ করি। আসলে আরেকটু সরল পর্যায়ে গেলে বা গভীরে গেলে দেখা যায় আমরা ভীষণ ভেড়া লাইক প্রজাতি। আমরা অন্য মানুষকে অনুসরন করতে খুব পছন্দ করি। কখনও নিজে জেনে, কখনও একেবারেই অজান্তে। আরেকটা মজার এক্সপেরিমেন্ট হয়েছিল।

ধরুন এক্সপেরিমেন্ট করা হচ্ছে আপনার উপর। আপনাকে বলা হলো, এক্সপেরিমেন্ট সকাল দশটায়। সময় মতো ওখানে গিয়ে দেখলেন এক্সপেরিমেন্টে অংশগ্রহনের জন্য আরও অনেকেই চলে এসেছে। আপনার জন্য এক প্রান্তের সিট খালি। তাড়াতাড়ি বসে পড়লেন।

এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল। ব্যাপারটা এরকম--সামনের স্ক্রীনে কয়েকটা দন্ডের ছবি আসবে। একের পর এক। প্রথমে ক, ক চলে যাওয়ার পরে খ, খ চলে যাওয়ার পরে গ। প্রশ্ন খুব সোজা--কোনটা বড়।

সোজা, কারণ তিনটার আকৃতি আসলে কাছাকাছিও না। একটা ১ ইঞ্চি তো আরেকটা ১২। এর পরেরটা পুরা ১ মিটার। উত্তর খুব সোজা, গ হলো ঠিক উত্তর। কিন্তু একটা অদ্ভূত ব্যাপার খেয়াল করলেন।

আপনি লাইনের সবার পিছনে বসে আছেন। টেবিলের একদম অন্য প্রান্তের লোকটা বলল ক। কি আশ্চর্য, আপনি জানেন উত্তর ঠিক না। ক মোটে ১ ইঞ্চি ছিল। গ ১ মিটার ছিল, গ বড়।

অবাক হয়ে খেয়াল করবেন এর পরের ১০ জনের প্রত্যেকে "ক" কে সবচেয়ে বড় বলে ঘোষনা দিচ্ছে। আপনার পর্ব আসলে কি বলবেন? গ সবচেয়ে বড় বলে জানেন। তারপরেও, সবাই ক বললো। আপনি কি ক বলবেন নাকি গ বলবেন? এক্সপেরিমেন্টে দেখা গেল ৯০% মানুষই বলে 'ক'। কেমন একটা বিভ্রান্তিতে পড়ে যায় হয়তো--সবাই একটা কথা বলছে, তার মানে আমি আসলেই ভুল না তো? আর না হয়, সিম্পলি উল্টো দিকে যেতে চায় না।

এখানে কেউ মারবে না, বকবে না, তারপরেও চায় না। নিজে এত স্পষ্টতই ঠিক, জানার পরেও চায় না। ল্যাবে বসে এক্সপেরিমেন্ট হলেও, আসলে এটা আমাদের সামগ্রিক ভেড়া জাতীয় আচরণের প্রতিফলন ঘটায়। এখানে বলে রাখি--এই এক্সপেরিমেন্টটা হয়েছিল এমেরিকায়। আর এমেরিকায় বরাবর 'অন্য রকম', 'নিজের মত' হতে উৎসাহিত করা হয়।

বলাই বাহুল্য, যাদের কখনও উৎসাহিত করা হয় নি, তারা আরও ভেড়া লাইক হবে! চারিদিকে আজকাল শুধু ভেড়াদের ছড়াছড়ি দেখছি। ভাবছি, সব মানুষ ভেড়া হয়ে গেলে, ভেড়া হওয়াটাই হয়তো মানুষ হওয়া! (লেখাটা কিংকর্তব্যবিমূঢ়ের অসাধারণ পোস্টের সরাসরি প্রতিক্রিয়া। লিংক দিতে পারছি না!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.