আমাদের কথা খুঁজে নিন

   

আমারই একদিন



সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কি যে হল রাস্তা থেকে তিনবার ফিরতে হয়েছে। প্রথমবার ঘড়ি, তারপর ডেস্কের চাবি এবং শেষের বার আইডিকার্। অফিসের শুরুতেই বস ডাকলেন, নতুন এসাইমেন্ট দিবেন। রুমে ঢোকা মাত্রই বসের ফোন এল, কথা চলছে তো চলছেই, চলে যেতে বললেন। দ্বিতীয়বার রুমে গেলাম বসের ফোন এল তিনি নিজেই বের হয়ে গেলেন।

তৃতীয়বারের আর সুযোগ হয়নি। জরুরী মেইল করতে হবে। পুরো টেক্সট কম্পোজ এবং এটাচমেন্ট-ও কমপ্লিট। সেন্ড প্রেস করলাম কানেকশন ইরর, সেকেন্ড টাইম পিসি হ্যাং, তৃতীয়বার নেট কানেকসন-ই নাই। ওর কাছ থেকে ফোন এল, প্রথম দফায় নেটওয়ার্ক সমস্যায় কেটে গেল, তারপর রিসিভ করেছি একচেঞ্জ থেকে জানাল বস কথা বলবেন।

কিছুক্ষন পর ওই ফোন করল, কোন কথা বললনা। সেকেন্ড বিশ পর লাইন কেটে দিল। বাসায় ফিরব। অফিস থেকে বের হয়েছি, রাস্তা থেকে এক ঠোঙা বাদাম কিনলাম। প্রথমটা নষ্ট, তারপরেরটাও এরপর আচমকা হঠাৎই হাত থেকে পুরো ঠোঙাটাই পড়ে গেল।

সারাদিনটা যে কেমন গেল, কিছুই বুঝতে পারলাম না। কোন কাজই ঠিকমত হলনা। হয়তবা আমি বাঁধা নয়তবা বাধাঁ নিজেই দেয়াল হয়ে আমার সম্মুখে। এভাবে কি চলে? কিন্তু চলতে হয়, চলছি এবং চলব।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।