আমাদের কথা খুঁজে নিন

   

রাসেল(........) এর জন্মদিনে

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

গত মাসে বেশ কয়েকটা জন্মদিন এর নিমন্তন্ন ছিল। সব ইন্ডিয়ান ছেলে মেয়ে। এদের আনন্দ করার একটা রেওয়াজ হয়ে গিয়েছে। ওরা যার জন্ম দিন তার গায়ে কাচা ডিম ভেঙ্গে মাখাবে,তার পর উলটা পালটা লাথি ঘুষি,কিল। তার পর কেক কাটো..তার কিছু খাও বাকিটা গায়ে মাখাও।

অদ্ভুত !! আমার কাছে উদ্ভট। জন্ম দিন গুলো অন্যরকম করেই পালন হতো। বন্ধুরা মিলে রান্নাবান্না,হৈ হোল্লোর, চিৎকার চেচামেচি। শুধু তাইনা। আমাদের মাঝে দুইজন গিটারিস্ট,একজন বাশরীয়া ছিল।

কিছুফাটা বাঁশ কন্ঠ। কেউ কেউ বেশ গাইতো। জমে যেত খুব স হজেই। তাই চলত দিন ভর। দেশে রাসেল এর শেষ জন্মদিনে তো কান্না কাটি অবস্তা।

তন্ময় রাসেল কদিন পরই দেশ ছাড়বে। শেষ জন্মদিন এর অ নুষ্ঠান। এখানে ও জন্ম দিন গুলো দারুন ভাবেই পালন করতাম। রান্না বাড়া করা ছাড়া ও মাহা, জিহান আর নাহিন এর বদৌলতে গান বাজনা ও হতো। একে একে সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে....আমি একা রয়ে গেলাম।

ফোন ছাড়া তো জন্ম দিন উৎসব নেই। আজ ব্লগ দেখে বেশ মজা লাগছে। প্রায় একই দিন এ বা পাশা পাশি দিনে বেশ কজনের জন্মদিন। অরূপের গেল,মীরা বেগমের আজ। মীরা তোমার সাথে আজ আর ও একজন জন্মেছিল,যদিও অনেক অনেক বছর আগে।

আজ তার ও জন্ম দিন। সে আমার বন্ধু রাসেল(........)। যদিও আজ আর আমার কোন ব্যস্ততা নেই,রান্নার ঝামেলা নেই। তবু বলতে ইচ্ছে করছে ভাল থাকুক সবাই। সব জন্মদিনের বালক বালিকা দের জন্য....শুভকামনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।