আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : কমেন্ট রিভিউ (আমার যত কমেন্ট)



প্রতিদিন ব্লগে নতুন নতুন লেখা পোষ্ট হচ্ছে এবং সেই লেখাগুলোর কমেন্ট করছে অনান্য ব্লগাররা। এটা নি:সন্দেহে ভাল একটি প্রয়াস। আমি একটি প্রস্তাব উত্থাপন করতে চাই আর তা হল - একজন ব্লগার যখন কোন পোষ্টের কমেন্ট করছে সেই কমেন্টের লিংকটি তার মেইল এড্রেসে চলে যাচ্ছে, যাতে সে পরবতর্ী সময় দেখতে পারল সে কি কি পোষ্ট করেছিল অথবা review করতে পারে। কিন্ত যদি এমনটি করা যায় যে, যে যে পোষ্টে কমেন্ট করা হল সেই লিংকটি তার নিজস্ব ব্লগে সেভ হয়ে থাকল তারিখ অনুযায়ী। এতে লগইন করার পর তার নিজস্ব ব্লগের পাতায় সমস্ত কমেন্ট এক জায়গায় যেমন পেল তেমনি অন্যান্যরাও দেখতে পারল সে কতগুলো পোষ্টে কি কি কমেন্ট করেছে। এখানে আমার উল্লেখ্য বিষয় হল ব্লগে যেমন "আমার যত পোষ্ট" নামের একটি অপশন রয়েছে তেমনি কি "আমার যত কমেন্টস" নামের অপশন তৈরী করে এর কার্যকারীতা উপভোগ করা যায়? এ বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য ব্লগের অনান্য সদস্যদের সুচিন্তিত মতামত প্রয়োজন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।