আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার জন্য অশ্ববহর, বিয়ের গীত

গোটা উত্তর বঙ্গ সেজেছে খালেদা জিয়ার জন্য। তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন শহরকে সাজানো হয়েছে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে। তাছাড়া দীর্ঘ ৭ বছর পর রংপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর ১৪ বছর পর রংপুরের কোনো জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন তিনি। তাই খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন।

আজ রোববার দুপুর পোনে ১২টায় খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউস থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়। পরে নগরীর জিলা স্কুল মাঠে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

তাছাড়া সড়কপথে রংপুর নগরীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রবেশদ্বার মডার্ন মোড়ে ৩০টি অশ্বারোহীর একটি বহর খালেদা জিয়াকে স্কট দিয়ে সার্কিট হাউসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এরপর আদিবাসীদের একটি দল তাদের নৈপুণ্য প্রদর্শন করবে। এছাড়া রংপুরের ঐতিহ্যবাহী বিয়ের গীত পরিবেশন করবে রংপুরের শিল্পীরা।

এছাড়া খালেদা জিয়াকে সভামঞ্চে রংপুরের হাজার বছরের ঐতিহ্য শতরঞ্জী শিল্পের নিদর্শন ও বিখ্যাত হাড়িভাঙা আমের চারা উপহার দেয়া হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।