আমাদের কথা খুঁজে নিন

   

আউলা বয়ান



আমরা কত কথা বলি আর শুনি। কিন্তু অনেক কথাই ভাবি না। 0যেমন ধরম্নন, এই সময়ে একটি বড় আন্দোলন হয়ে গেল। ফুলবাড়ি আন্দোলন। বহুজাতিক কোম্পানীর বিরম্নদ্ধে আন্দোলন।

এশিয়া এনার্জির বিরম্নদ্ধে আন্দোলন। এই বিষয়টি নিয়ে আমরা কতজন ভেবেছি। অথবা আরো নিদির্স্ট করে বলা যায় আমরা কতজন এই বিষয়ের ঘটনাবলী সম্পর্কে জেনেছি। আরো বেশি নির্দিষ্ট করে বললে একটি প্রশ্ন চলে আসে সামনে। বিশেষ করে যাদের কে একটি দেশের নিয়ামক শক্তি হিসেবে ধরা হয়, সেই তরম্নণ-যবরা কি এই বিষয়ে কোন ভাবনা ভেবেছে ? অনেকেই হয়তো আমার সঙ্গে এক মত হবেন এই শ্রেণীর অনেকেই এই বিষয়ে কোন ভাবনা নেই।

বর্তমানে এই শ্রেণঅর কাছে সবচেয়ে বেশী চিনত্দা হলো তাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে। আর শহুরে তরম্নণ যুবকদের চিনত্দা হলো যে কোন ভাবেই হোক একটি ভিসা নিয়ে বিদেশ পাড়ি জমানো। তাদেরও কোন ধরনের দোষ দেয়া যাবে না। কারণ---- 1. বড় দুটি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দেউলিয়াপনা 2. নিজেদের আখের গোছানোতে ব্যসত্দ দলগুলোর নেতা কমর্ীরা 3. সবর্ত্র ৰেত্রে দলীয়করণ 4. মেধার মুল্যায়ন না করা এছাড়াও আরো অনেক বিষয় আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।