আমাদের কথা খুঁজে নিন

   

আদালত প্রাঙ্গণে ছাত্রদলের ওপর ছাত্রলীগের

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। একাধিক মামলার আসামি উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবদুর রাজ্জাকের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ১৫-২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনজুর জানান, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক আবদুর রাজ্জাককে ১৪ আগস্ট তিনটি মামলায় গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ আরও ছয়টি মামলা করা হয়। এক দিনের রিমান্ড শেষে গতকাল পুলিশ তাকে আদালতে হাজির করে। খবর পেয়ে তাকে দেখতে দলীয় নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের লোকজন তাদের ওপর হামলা চালান এবং আদালতের আসবাবপত্র ভাঙচুর করেন। চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সম্পাদক মিজানুর রহমান মঞ্জুর বলেন, 'আদালতে বিশৃঙ্খলার খবর পেয়ে তারাসহ নাগরিক সমাজ রাজ্জাকের ফাঁসির দাবিতে সেখানে গিয়ে বিক্ষোভ করে। হামলা ও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।' চরফ্যাশন থানার ওসি জানান, ছাত্রদল নেতা রাজ্জাককে আদালতে আনা হলে নেতা-কর্মীরা তার মুক্তির দাবিতে মিছিল করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এখন পরিস্থিতি শান্ত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.