আমাদের কথা খুঁজে নিন

   

ঝর্ণা যে তার কান্নার রূপ(আম্মাআআ)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

দৌড়াতে দৌড়াতে সময় ছিলনা ভাবার , মাথার উপরে শুভ্র মেঘের ছায়া, মেঘের বাড়ানো হাত ধরার সময় ও ছিলনা। দৌড়াতে দৌড়াতে যখন খর্ব হলো শক্তি, গায়ে মেঠো পথের কাদা রঙে পুতি গন্ধের ঘাম ভীষণ কান্তি ভীষণ অবসাদ প্রাণজুড়ে, মেঘ কেন ঝমঝম করে বৃষ্টি ছড়ায় তখন? শুরু হলো ভাবনার কুয়াশার আনাগোনা, মেঘ বন্ধৃ প্রতিম, বৃষ্টির মাঝে অবলুপ্ত কান্নার জল। এক প্রিয় আাঁখি হতে নেমে আসা ঝর্ণা, ভেজা গায়ে ঘাম আর মেঘের উপহার, বৃষ্টি মিলেমিশে একাকার , একক রূপে দৃশ্যমান, সূক্ষ দূরবীণেও আলাদা ব্যঞ্জনা ফোটেনা। মেঘ বড় উদার, ঘাম তাই করে আত্তস্ত। চোখে জল ভাবনার অতীত নিষ্ঠুর ব্যস্ততার ফল, মেঘ সেখানেও প্রীতিময় হানা দেয়, কান্নাহীন দৌড়বিদ মানুষের কান্না বাস্তব এ ঝর্ণার রূপ নিগৃহীত হবেই। হয়ও তাই। কিন্তু ঐ দূরে মেঘের ওপারে যে আঁিখ হতে নেমে আসে ঝর্ণা, তাতে দূরন্ত পাহাড়ের চটুলতা যেমন আছে, আছে বিস্তর কাটা ঝোপ, ক্ষোভের বিষাদ। সে কান্না বৃষ্টির জলে মিশে গেলেও আমি ঠিকই চিনি। নিকোষ অমাবশ্যা আঁধারেও ঝর্ণার মাঝে দেখেছি জলে ঝিলিক দ্যুতি, ঝর্না যে ভালবাসি তাই। -----------মামুন ম. আজিজ [03/-7/2006]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।