আমাদের কথা খুঁজে নিন

   

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভায়েরা ,বুখারী সাহেবের এই হাদিসটি মহিলাদের হায়েযের সময় ময়লা ফেলার কাজে ব্যবহার করতে দিতে পারেন

আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।

আমরা জানি ,জালেম শাসকদের বিরুদ্বে জেহাদ করার জন্য পাক কোরানে আল্লাহ আমাদের আদেশ করেছেন(২-১৯০,১৯২,১৯৩;৪-৭৪,৭৫।অথচ বেশ কিছু হাদিসে জালেম শাসকদের আনুগত্যের কথা বলা হয়েছে(২-২২৬৪,২২৬৫,৩-২৯২৬,৪-২৯৮৭)।এসকল হাদিসের সারমর্ম এরুপ যে,আমার পরে এমনও শাসক আসবে যে যারা আমার প্রদর্শিত পথে তোমাদের পরিচালিত করবে না,আমার সুন্নাহও অনুসরন করবে না।সাহাবারা জিজ্ঞাসা করিলেন,ঐ সময় আমরা কি করবো?রাসুল(সাঃ) বলেন,"ঐসব শাসকদের কথা শুনবে ও তাদের আনুগত্য করব।তারা যদি তোমাদের আঘাত করে ও ধন-সম্পত্তি নিয়েও নেয়,তবুও তোমরা তাদের অনুসরন করবে।" সুপ্রিয় পাঠক,জালেম শাসকদের বিরুদ্বে জেহাদ করা যেখানে কোরানে আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন,সেখানে বুখারী বা সিহা সিত্তাহর কোরান বিরুদ্ব হাদিস কোন ভাবেই মানা উচিত না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.