আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার রেড টেলিফোনের বিষয়টি দেখবেন হাসিনা

শনিবার দুপুরে শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে পাননি। এরপর সন্ধ্যা সোয়া ৬টার পর বিএনপি চেয়ারপারসনকে পুনরায় ফোন করে প্রায় ৩৭ মিনিট কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
খালেদা জিয়াকে ফোন করে শেখ হাসিনা বলেন, “আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি।
“ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব।”
এর আগে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেও না পাওয়ার কথা জানালে টেলিফোনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে বলে জানান বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস।
 

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।