আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠি-২ : নওতো তুমি পরজীবি মেয়ে...তোমার আলোতে হও তুমি আলোকিত

বই আমি যতৈ খুলি....মন আমার উড়ে চলে ফড়িং এর মত
প্রিয়তমা নারী, সমাজে তোমার কত রূপ,নানা সম্পর্কের নানা মাত্রায় তুমি সজ্জিত। কত মমতায় কত ভালবাসায় তুমি আকড়ে রেখেছ তোমার ঘর তোমার সমাজ। কিন্তু আজও তোমার মতামতটি তুলে রাখ তুমি সমাজকর্তাটির জন্য। তোমার সমাজের পুরুষটির জন্য বাঁচতে বাঁচতে হয়ত তুমি ভুলে গেছ নিজে বেঁচে থাকা। সময় কোথায় নিজের জন্য তোমার? কাউকে ভালবাসা অপরাধ না,কিন্তু তাকে ভালবেসে নিজে বাঁচতে ভুলে যাওয়া নিজের প্রতি অন্যায়।

কাউকে ভালবাসতে যেয়ে নিজেকে ভুলে যাওয়া পাপ। তোমার নিজের প্রতি শ্রদ্ধা রাখো,জীবনটাকে ভালবাসো। ভাল একজন মানুষ হওয়ার চেষ্টা করো। তোমার সত্যিকারের আবেগ যদি সে দেখতে না পায়,তার মূল্য দিতে না জানে তবে কখনো সে তোমার যোগ্য দাবিদার ছিল না। যে প্রমাণ চাইবে ভালবাসার,তোমার নিজেকে ভুলে যেতে বলবে সে কখনো তোমার যোগ্য সাথী ছিল না।

মেয়ে, তোমার সমাজ তোমাকে বলতে শেখার পাশাপাশি শেখায় এ জগতে একা তুমি অসহায়। একজন পুরুষ ছাড়া তুমি পরিচয়হীন। কিন্তু কখন থাকে সেই পুরুষ যখন সমাজ তোমাকে খুবলে খায়?যখন তোমার কান্নার জলে তুমি ভাসো? কে কবে হাতখানি ধরেছিল আঁধার থেকে টেনে তুলতে?তুমি দাড়িয়েছ তোমার যোগ্যতায়, তোমার আপন আলোতে তুমি ভরিয়েছ তোমার জগতকে। তুমি নারী,তুমি শক্তি......তুমিই তোমার পরিচয়। আজও সমাজে তোমারই কিছু বোন তোমাকে পিছু টানতে চাইবে,তোমাকে ভাংতে চাইবে।

কিন্তু তাদের কারণে পিছিয়ে পড়বে তারাই,তুমি নও। মনে রেখ সমাজের সার্থকতা পূর্ণতা তোমাতেই। তোমাতেই জীবনের শুরু,পুরুষের পূর্ণতা। তুমি পরজীবি হয়ে নয় পুরুষের চলার পথের সঙ্গী হয়ে চলতে এসেছ। এসেছ পৃথিবীটাকে আরো দ্যুতিময় করে সামনে নিয়ে যেতে।

সময় এসেছে সামনে এগুবার,সময় এখন নিজের পরিচয়ে দাড়াবার। ধরণীকে এগুতে যে আজ তোমার এগুবার বড্ড প্রয়োজন। পরজীবিতার আগল ভেঙে হেঁটে যাও নতুন পথে,আলোকিত কর সব তোমার মনের আলোয়। তুমি শক্ত হয়ে দাড়াও,মাথা উচু কর। তোমার সেই উচু মাথার ছায়ায় যেন ঢাকা পড়ে যায় পৃথিবীর সব কলুষতা।

ছবি: favim.com
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।