আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স অলিম্পিয়াডে সদস্যপদ পেল বাংলাদেশ

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণের জন্য সম্মতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের উদ্যোগ নেয়ার পরিপ্রেক্ষিতে এ পদ লাভ করে। ফলে সম্প্রতি একই সঙ্গে ২০১৩ সালের আইজেএসওতে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর ভারতের পুনেতে ১০ম আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাবিজসের সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী বাংলাদেশের পক্ষে অলিম্পিয়াডে পর্যবেক্ষক হিসেবে যোগ দিবেন। তিনি সেখানে বাংলাদেশের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করবেন। বাবিজসের সহ-সভাপতি এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩ এর আহবায়ক মুনির হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.