আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুরের এশিয়ার নাটকীয় সাফল্য

শনিবার শেষ দিনের একক প্রতিযোগিতায় ১০ ম্যাচের ৬টিতেই জেতে সিদ্দিকুরসহ এশিয়ার গলফাররা।
দিনের নয় নম্বর ম্যাচে স্কটল্যান্ডের স্টিফেন গ্যালাগারকে হারিয়ে এশিয়াকে এক পয়েন্ট এনে দেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর।
শনিবারের প্রতিযোগিতায় ইউরোপ জিতেছে মাত্র দুটি ম্যাচ। অন্য দুটি ড্র ম্যাচের পয়েন্ট দুই দলের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়। ফলে প্রথম দুই দিনে যেখানে ৭-৩ ব্যবধানে এগিয়ে ছিল ইউরোপ সেখানে শেষ রাউন্ডেই ৭-৩ ব্যবধানে জয় পায় এশিয়া।


ফলে ইউরেশিয়া কাপের অভিষেক আসরটি শেষ হলো ১০-১০ পয়েন্টের সমতায়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যে দল আগে ১০.৫ পয়েন্ট পেত তারাই শিরোপা জিততো।

মালয়শিয়ার গ্লেনমারি গলফ ও কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডের 'ফোরবল' লড়াইয়ে ৫-০ ব্যবধানে জিতে একচেটিয়াভাবে এগিয়ে ছিল ইউরোপ। তবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে 'ফোরসামে' ৩-২ ব্যবধানে জিতে লড়াইয়ের ফেরার আভাস দেয় এশিয়া।

দ্বিতীয় দিনে এশিয়া যে দুটি ম্যাচ জিতেছিল তার একটি জিতেছিল সিদ্দিকুর ও ভারতের অনির্বান লাহিরি জুটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.