আমাদের কথা খুঁজে নিন

   

হংকং ওপেন থেকে সিদ্দিকুরের বিদায়

‘কাট’ (দুই রাউন্ড পর খেলোয়াড় কমানোর নিয়ম) মিস করেছেন সিদ্দিকুর। সর্বোচ্চ ‘এক ওভার পার’ নিয়ে যারা দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন, তারা পরের দুই রাউন্ডে খেলতে পারবেন। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৯৭তম স্থানে নেমে যান সিদ্দিকুর। ৭০ পারের এই কোর্সে প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৬৯তম স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে একটি ‘বার্ডি’ (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) করলেও চারটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) করায় অনেকখানি পিছিয়ে পড়েন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। পারের চেয়ে ৭ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার জেবি ক্রুজার। গত শনিবার শেষ হওয়া ইন্দোনেশিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ৪৩তম স্থানে থাকলেও চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।