আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনাগুলো

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী **রাতের সাথে সাথে দিনের সময়গুলোও এখন দীর্ঘশ্বাসের। চেয়ে থাকা নীলের অবনীশ থেকে ছন্দ করে কারো নাতুক বাজানোর শব্দ যেন শুনি। মনে করি, আমি আটকে গেছি ভ্রমের মাঝে। আমার হাতের কলই সে বেঁধে রেখেছে একটি চিকন সুতার সাথে। সুতার শেষ খুঁজতে খুঁজতে আমি হারিয়ে যাই প্রতিদিন, ক্লান্তি আমায় ফিরিয়ে দিয়ে যায় ঘুমের কোলে।

ওই শেষ কোথায়? শেষটা কি দেয়ালে ঠেকে নাকি আজও সে আমায় দেখানোর মত কোনো নিখুঁত কারণ পায়নি তাই অজ্ঞাত....? রাতের সাথে অনেকটা সময় জেগে থেকে থেকে বিশ্বাস করতে শুরু করেছি, কল্পনায় একবার হলেও বাস্তবের দুর্ভেদ্য ঐ দেয়ালের অপর পাশটায় আমি গিয়েছি। দেখেছি ওপাশের পিঠে লিখে রাখা শত অপূর্ণতার কারিগরদের নাম! নামগুলো পড়েছি আর ভুলে গেছি। হাতের আঙ্গুলে ছুঁয়েছি আর নিজেকে প্রশ্ন করেছি- এত নিখুঁতভাবে মানুষ কীভাবে অপূর্ণ হতে পারে!? আমার প্রশ্ন, আমার কথা, আমার গতি, আমার চলা- কোনো কিছুই সংজ্ঞায়িত না, না পূর্ণের মাঝে, না অপূর্ণের কাছে। তবুও ঐ অজ্ঞাত কারণ আমায় বারবার শেষটা দেখতে তাড়া করে বেড়ায়... কী নির্মম! **স্বপ্নকে গড়তে দেখি তবু কল্পনার হাতুড়ীতে। শত শত বিচ্ছেদী ব্যথায় যখন জখমে ভরে আমি, তখনও মন কারিগর স্বপ্ন গড়ে অবিরাম- বলে, দুঃখে আমার কী আসে যায়?! আমি কারিগর, যেভাবেই গড়ি- গড়ে যাওয়াই আমার কাজ, আমার ধর্ম।

**আকাশে আজ মঙ্গল গ্রহ দেখা যাবে কিংবা বৃহঃস্পতিই ধরি। এমন খবরে কত আগ্রহ নিয়ে আকাশের দিকে চেয়ে অপেক্ষায় থাকি। উত্তেজনায় ভাবি, 'আজ মঙ্গল দেখবো!' আর প্রতিদিন রাতের আকাশে দেখি সুশোভিত তারাদের, যেগুলো ভিন্ন ভিন্ন অণু কণিকার সৃষ্টি হয়েও একভাবে সেজে থাকে। খুব নিবিড়েও ভাবি না তখন, 'এতগুলো গ্রহ আমি একসাথে দেখছি! কী আশ্চর্য!' মানুষগুলোর দৃষ্টিই যেন এমন, যা দেখানো হয় তা-ই দেখে। প্রকাশ হওয়া সুখের গণ্ডি-সীমানাতেই সুখ খোঁজে! থাকা না থাকার মাঝে- না নতুন করে ভাবতে চায়, না গভীরভাবে দেখতে চায়।

People keep new expectations, but hardly see what else in the existing?! তাই হয়ত মানুষ কখনো কখনো বেঁচে থাকবার কারণ হারিয়ে ফেলে, আশা খুঁজে পায় না। তবুও যে দৃষ্টিসীমার বাইরে খুঁজতে চায়, ভাবতে চায়; বিধাতা তাকে নিরাশ করেন না। তিনিই সাহায্যকারী। মানুষ তাই চাইলে সুখের চিরন্তন সঙ্গী হতে পারে, দুঃখের সাথে সুখেরও গর্ভধারীণি হতে পারে। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।