আমাদের কথা খুঁজে নিন

   

সাকার আইনজীবী ফখরুল গ্রেপ্তার



মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে রাজধানীর কাকরাইল থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়।   
একাত্তরে গণহত্যার জন্য গত ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তবে ওই রায় আগেই ফাঁস হয়েছে বলে দাবি তোলে দণ্ডিতের পরিবার। একটি ওয়েসসাইটে প্রকাশিত কথিত রায়ের অনুলিপিও দেখায় তারা।
পরদিন ট্রাইব্যুনাল খসড়া রায়ের একটি অংশ ফাঁস হয়েছে জানিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

ওই জিডির তদন্তের ভিত্তিতে পরে তথ্যপ্রযুক্তি আইনে তিনজনকে আসামি করে একটি মামলা হয়।
৫ অক্টোবর পুলিশ রাজধানীর কাকরাইলে ফখরুল ইসলামের কার্যালয় থেকে দুটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্র জব্দ করে। রায় ফাঁসের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং সাঁটলিপিকার ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় রিমান্ডে।
এর মধ্যে নয়ন আদালতে যে জবানবন্দি দেন, তাতে রায় ফাঁসের ঘটনায় ফখরুলের সংশ্লিষ্টতার কথাও আসে বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাইবুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়নকে টাকার লোভ দেখিয়ে রায়ের খসড়া কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে নিয়ে যান ফখরুলের এক সহকারী।

আর ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক এই কাজে সহযোগিতা করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।