আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিকে ভয় দেখালেন সুরঞ্জিত

ফাইল ছবি
ফাইল ছবি
শনিবার রাজধানীতে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ নামে একটি সংগঠনের আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “এবার রেকর্ড সংখ্যক লোক আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। সময় থাকতে বিএনপি নির্বাচনে না এলে তাদেরও রেকর্ড সংখ্যক নেতা ‘বেনামে’ অথবা ‘স্বনামে’ নির্বাচনে অংশ নেবে। ”
তবে ‘সময়’ বা ‘বেনামে’র কোনো ব্যাখ্যা সাবেক মন্ত্রী দেননি।
নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার প্রমাণ তাদের আলাপে, আচরণে, চিন্তায় ও চেতনায় প্রমাণ হবে বলে মন্তব্য করেন সুরঞ্জিত।
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুক্রবারের সমাবেশের বক্তব্যকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, “তিনি এখন ‘শব্দ বোমা’ ফাটিয়ে দেশ অচল করে দেবার ঘোষণা দিচ্ছেন।


নির্বাচন যে কেউ বর্জন করার অধিকার রাখেন বলে মনে করেন সুরঞ্জিত সেন গুপ্ত।
তবে ‘নির্বাচন প্রতিহতের’ ঘোষণা অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন তিনি।
১৮ দলের হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “পথের গাড়ি ভেঙে মানুষের মনের গাড়িকে নিয়ন্ত্রণ করা যাবে না। তা নির্দিষ্ট গতিতেই চলবে। ”
সভায় সুরঞ্জিত ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এবং নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.