আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিকে কৈফিয়ত দিতে হবে: আমু

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি বলেন, যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে নির্বাচন বর্জন করে ‘জ্বালাও-পোড়াও’ চালাল, তারাই এখন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।

“তাদের এখন কৈফিয়ত দিতে হবে, কেন এত মানুষ হত্যা করল। … আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ জবাব দেবে। ”

ফাইল ছবি

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ‘নষ্ট করতে’ এখনো ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

“যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে, দেউলিয়া ঘোষণা করেছে- তারাই ষড়যন্ত্র করছে।

‘২১ অগাস্ট ট্রাজেডি রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন শিল্পমন্ত্রী।

বিগত চার দলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগের জনসভায় সেই গ্রেনেড হামলার ঘটনা স্মরণ করে তিনি বলেন, “১৯৭৫ এর হত্যাযজ্ঞকে পূর্ণ রূপ দিতে জাতিরজনকের কন্যা শেখ হাসিনাকে চিরতরে শেষ করে দিতে এ হামলা হয়েছিল। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “সংবিধান মেনে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যারা সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচনে অংশ নেয়নি। ”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা অনুষ্ঠানে বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.