আমাদের কথা খুঁজে নিন

   

কাপড়ের দুঃখ এ বের হয়ে থাকে গোল , আর মানুষ বলে পাগল ..........

চল চল সবাই সামনে চল

আমাদের স্বাভাবিক অভ্যাস কেও কোনো সমালোচনা করলে তার পতিবাদ করা। কিন্তু নিজেদের পরিসুদ্দির কোনো চেষ্টা নেই। থাকবেই বা কিভাবে সেই জন্মলগ্ন থেকে আজ অবদি যে শুধু সমালোচনা পেয়ে এসেছি।এখন কেও সমালোচনা করলে মনে হয় , যেন স্বাভাবিক কোনো কথা বলছে। প্রায় ২ বছর হয়ে গেল নির্বাচন কালীন সরকার নিয়ে কত আলোচনা সমাচনা। কিন্ত সমাধানের পথে কেও হাটতে রাজি নয়। সরকার দল.....আমি যা করি তাই ঠিক, আর বিরোধী দল .....সরকার যা করে গণতন্ত্র বিরোধী। কিন্তু তারা দেখে না বিশ্ব জুড়ে এত সমালোচনা চলছে ,এত ঘৃনা , এত ধিক্কার ,এত অনিশ্চয়তা ,এত সহিংসতা....................... ভারত বলে আমরা বিশ্ব মহলে আলাপ করতেছি , চীন বলে আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই , গার্মেন্টস পণ্য আমদানিকারক দেশগুলো চাচ্ছে নিজেদের রক্ষা করার জন্য , ইউরোপিয়ান ইউনিয়ন বলে আমরা পাতানো নির্বাচনে পর্যবেক্ষক দেব না। এর পরেও কি আমাদের আরো মিঠা কথা , মিথ্যা কথা শুনতে হবে যে , নির্বাচন নিরপেক্ষ করার চেষ্টা চলছে। হয় রে হতভাগা রাজনীতি , আর আমরা হতভাগা জনগণ *******************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.