আমি ভাল নেই তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো, তাই নীতির সাথে আপোষ করতে তোমার আর বাধে না। আমি পারি না বলে আমার কাছের মানুষগুলো ও অনেক সময় পর হয়ে যায়। নেহায়েৎ আপন স্বার্থে তুমি তোমার উপকারীর শত্রুর সাথে সখ্যতা রেখে চলো, পাছে ভুলে যেতে থাকো তোমার উপকারীর উপকারের কথা। তুমি স্মার্ট, তুমি চলনসই। আমি পারি না বলে, পৃথিবীটা এক অর্থে আমার জন্য কঠিন, নিঃশঙ্কচিত্তে অনুধাবন করি-আমি অচল। এত প্রাপ্তির পরও আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো-তুমি আর মাথা উচু করে দাঁড়াতে পারছো না, পারছো না নিজের চোখের দিকে তাঁকাতে। আমি এখনো বেড়ে চলছি মাথা উচু করে, বৃক্ষরা যেমন বাড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।